ইংল্যান্ডে লিটনের ব্রোঞ্জ জয়

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ এশিয় গন্ডিতে আবদ্ধ হয়ে পড়েছিল দেশের কুস্তি। অবশেষে সেই গন্ডি থেকে বেরিয়ে বিদেশের মাটিতে আরেকটি সাফল্য কুড়িয়ে এনেছেন লাল-সবুজের জাতীয় কুস্তিগীর লিটন বিশ্বাস। গতকাল রোববার ইংল্যান্ডের ম্যানচেষ্টারে অনুষ্ঠিত জিবি ওপেন গ্র্যাঁ প্রিঁ চ্যাম্পিয়নশিপের ফ্রিস্টাইল অনূর্ধ্ব-২০ ইভেন্টে ব্রোঞ্জপদক জেতেন বাংলাদেশের লিটন বিশ্বাস। স্পেনের কুস্তিগীরকে ৫-৩ পয়েন্টে হারিয়ে তিনি এই পদক জিতে নেন। এই ইভেন্টে হাঙ্গেরি স্বর্ণ ও স্বাগতিক ব্রিটেন রুপা জেতে। বাংলাদেশের আরেক কুস্তিগীর মাহবুব আলম আরেক ইভেন্টে চতুর্থ হন। ওই ইভেন্টে স্বর্ণ ও রুপা জেতা দক্ষিন কোরিয়ান এবং ব্রোঞ্জজয়ী নিউজিল্যান্ডের কস্তিগীরদের সঙ্গে দুর্দান্ত লড়েছেন মাহবুব। বাংলাদেশ কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান বলেন, ‘অসাধারণ খেলেছে লিটন বিশ্বাস। সেরা নৈপুণ্য দেখিয়ে বৈশ্বিক আসরে দেশের জন্য পদক জিতেছে। এর আগেও সে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সাফল্যের সঙ্গে খেলেছে।’