ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জয়ের ধারবাহিকতা চান তহুরা-সাবিনারা

জয়ের ধারবাহিকতা চান তহুরা-সাবিনারা

মাত্র তিন দিন আগে সিঙ্গাপুরকে উড়িয়ে মধুর প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের মেয়রা। প্রায় ৭ বছর আগের এই দলটির কাছেই হেরেছিল তারা। ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় ও শেষ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান সাবিনা খাতুনরা। তবে এবারের ম্যাচটি আগের চেয়ে কিছুটা কঠিন হওয়ার শংকা স্বাগতিক শিবিরে। তাই কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বেলা ৩টার ম্যাচে সতর্ক হয়ে মাঠে নামার লক্ষ্য সাবিনা খাতুনদের। প্রথম ম্যাচে তহুরা খাতুনের জোড়ায় সিঙ্গাপুরকে বাংলাদেশ সহজেই হারিয়েছে। নিজেদের মাঠে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি। প্রথম ম্যাচের পর বাংলাদেশ ভাবনা সিঙ্গাপুর হয়তো কাল রক্ষণ আরো জমাট করে খেলতে পারে। কিংবা প্রতি আক্রমণে চড়াও হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এ বিষয়ে কোচ সাইফুল বারী বলেন, ‘প্রথম ম্যাচে এমন সহজ জয় আসবে তা চিন্তাও করিনি। কোনো বিভাগে ওরা আমাদের সঙ্গে পেরে উঠেনি। এখন প্রথম ম্যাচের পর ওরা বুঝতে পেরেছে আমরা কীভাবে খেলে থাকি। সেই অভিজ্ঞতা থেকে ওরা নানাভাবে আমাদের বিপক্ষে মাঠের খেলায় ব্লক তৈরি করতে পারে। গোল যেন না দিতে পারি সেই চেষ্টাও করবে। তাই আমাদের আরো সতর্ক হয়ে স্বভাবসুলভ খেলে যেতে হবে।’ মেয়েরাও প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। প্রথমবারের মতো সিঙ্গাপুরকে হারানোর স্বাদ তহুরা-মারিয়ারা পেয়েছেন প্রথম ম্যাচে, অধিনায়ক সাবিনা খাতুনও আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন জয়ের ধারায় থাকার আশাবাদ। ‘দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আসলে সব জেনে বুঝে খেলতে নামে। আরো প্রস্তুত হয়ে নামবে। আমরাও ভুলগুলো শুধরে এ ম্যাচে খেলব। মেয়েদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি, জিততে পারব।’ প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন তহুরা খাতুন। দ্বিতীয় ম্যাচেও গোল পেতে চান। তার কথায়, ‘প্রথম ম্যাচে গোল পেয়েছি। এটা অনেক ভালো দিক, কালও গোল পেতে চাই। দল জিততে পারলে নিজের কাছেই ভালো লাগবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত