মাত্র ২৪ ঘণ্টা টিকলেন সালমান বাট

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেট দল ‘আনপ্রেডিক্টেবল’ ঐতিহাসিকভাবেই যেন এটির স্বীকৃতি দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কোচ, অধিনায়ক থেকে শুরু করে দেশটির ক্রিকেট বোর্ডের পদগুলোও ঠিক তেমনই। আজ পদে আছেন তো কাল নেই। বিশ্বকাপ ব্যর্থতার পর পরই অনেকগুলো নাটকীয় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ হাফিজকে প্রধান কোচ করার পর ওয়াহাব রিয়াজকে করা হয় প্রধান নির্বাচক। নির্বাচক কমিটির সদস্য হিসেবে কামরান আকমল ও রাও ইফতেখার আনজুমের সঙ্গে রাখা হয়েছিল বিতর্কিত সালমান বাটকে। যিনি ফিক্সিংয়ে অভিযোগে ৫ বছর নিষিদ্ধ ছিলেন। এমন একজন ক্রিকেটারকে কীভাবে নির্বাচকদের পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে পাকিস্তান ক্রিকেটে। শুরু হয়েছে নানামুখী সমালোচনা। এমনকি যদি সালমানকে সরানো না হয়, তাহলে পিসিবি থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন অনেকে। অবশেষে নির্বাচক কমিটি থেকে সালমানকে সরিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক ওহাব রিয়াজ। ফিক্সিং ছাড়াও অভিযোগ উঠেছে, সালমান সম্পর্কে ওহাবের ঘনিষ্ঠ বন্ধু। গত শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক জানান দল নির্বাচনের পরামর্শক প্যানেল থেকে সালমানের নাম প্রত্যাহার করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। সালমানকে নির্বাচক প্যানেলে নেয়ায় ওয়াহাবের বিরুদ্ধে পক্ষপাতমূলক আঙুল তোলে দেশটির গণমাধ্যম। এই অপবাদ থেকে বাঁচতে সালমান সরে গেছেন বলে জানান ওয়াহাব। এর আগে গত শুক্রবার ওয়াহাবের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলে পরামর্শক হিসেবে নেওয়া হয় কামরান, ইফতেখার আর সালমানকে। ওই সিদ্ধান্তও তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। ফিক্সিং কেলেঙ্কারিতে ৫ বছর সাজা পাওয়া সালমানকে কেন নির্বাচক প্যানেলে নেওয়া হলো এই নিয়ে সমালোচনা চলছিল। সেই সঙ্গে ওয়াহাবের সঙ্গে তার ঘনিষ্ঠতায় উঠে স্বজনপ্রীতির অভিযোগ। তিন নির্বাচকের বাড়িই পাঞ্জাব। ওয়াহাব পাঞ্জাবের রাজ্য সরকারের মন্ত্রী। এতে করে অন্য রাজ্য বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ উঠে। এমন বাস্তবতায় কাজ শুরুর আগেই বিতর্কে জড়ায় পাকিস্তানের নির্বাচক কমিটি। সালমান সরে গেলেও তার জায়গায় কাকে নেয়া হবে, তা জানায়নি পিসিবি।