স্বর্ণার স্মরণীয় ৫ উইকেট

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। গত রোববার বেনোনিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ১৩ রানে হারিয়েছে টাইগ্রেসরা। জয়ের নায়ক লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথমবারের মতো তিনি ৫ উইকেট শিকার করেন। ২০ ওভারে বাংলাদেশ ২ উইকেটে করে ১৪৯ রান। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন মুর্শিদা খাতুন। ৫৯ বলে ৬ চার ও এক ছক্কায় অপরাজিত ৬২ রান করেন তিনি। ২১ বলে ৬ চারে অপরাজিত ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা। জবাবে শক্ত অবস্থানে থেকে পথ হারিয়ে দক্ষিণ আফ্রিকা করতে পারে ৮ উইকেটে ১৩৬। যদিও বোলিংয়ে শুরুটা ভালো করতে পারেননি মারুফা আক্তার, নাহিদা আক্তাররা। আনেকা বোশ ও টাজমিন ব্রিটসের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৪ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। দশম ওভারে ব্রিটসকে (২৬ বলে ৩০) ফিরিয়ে ৬৯ রানের শুরুর জুটি ভাঙেন লেগ স্পিনার রাবেয়া খান। পরের ওভারে আরেকটি সাফল্য আসে ফাহিমা খাতুনের হাত ধরে। ৮ উইকেট হাতে রেখে শেষ ৫ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৪৯ রান। ৪১ বলে ফিফটি করে খেলছিলেন আনেকা। ষোড়শ ওভারে সুনে লুসকে ফিরিয়ে প্রথম শিকার ধরেন স্বর্ণা। তার পরের ওভারে আরো দুই উইকেটের পতনে বদলে যায় ম্যাচের চিত্র। এই ওভারেই দক্ষিণ আফ্রিকার বড় ভরসা আনেকা বিদায় নেন ৪৯ বলে ৬৭ রান করে। তারা ম্যাচ থেকেও ছিটকে যায় সেখানেই। শেষ ওভারে ২৪ রানের সমীকরণে স্বর্ণার প্রথম বলে চার মারেন ডেলমি টাকার। তবে স্বর্ণা ঘুরে দাঁড়ান দারুণভাবে। তৃতীয় ও চতুর্থ বলে মিকি ডি রিডার ও মাসাবাতা ক্লাসকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন ১৬ বছর বয়সি স্পিনার। জাহানারা আলম, পান্না ঘোষ ও নাহিদার পর বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে মেয়েদের টি-টোয়েন্টিতে ৫ উইকেটের স্বাদ পেলেন স্বর্ণা। ম্যাচসেরা অবধারিতভাবে তিনিই।