ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আট দলের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জুলাইয়ে

আট দলের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জুলাইয়ে

দক্ষিণ এশিয়ার সাত দেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে একটি সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের দাবি ছিল অনেক আগেই। নানা সময়ে এ নিয়ে সাফের সভাও হয়েছে। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ। জুলাইয়ে মাঠে গড়াবে প্রথম সাফ ক্লাব। সাফ সূত্রে জানা গেছে, বহুল প্রতিক্ষিত দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্লাব নিয়ে অনুষ্ঠিতব্য সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হবে আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে। গতকাল মঙ্গলবার সাফের কম্পিটিশন কমিটির সভায় এই অঞ্চলের নতুন এই টুর্নামেন্টের ফরম্যাট ও বাইলজ চূড়ান্ত করা হয়েছে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আমরা সভায় সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের ফরম্যাট ও বাইলজ অনুমোদন করেছি। সাত দেশের মোট আটটি ক্লাব নিয়ে হবে প্রথম এই টুর্নামেন্ট। দুটি দল খেলবে ভারত থেকে। কারণ, তারা এই অঞ্চলে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ দেশ। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সরাসরি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।’ তিনি যোগ করেন, ‘খেলা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই। ওই দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।’ সাফের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘ক্লাব চ্যাম্পিয়নশিপের খেলাগুলো অনুষ্ঠিত হবে এএফসি কাপ ও এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপের উইন্ডোর সঙ্গে সামঞ্জস্য রেখে। যে কারণে, এই অঞ্চলের যে ক্লাবগুলো এএফসির টুর্নামেন্টে খেলছে, তারা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না। সে ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় দল নতুন এই টুর্নামেন্টে খেলবে। কারা খেলবে, সেটা ওই দেশের ফেডারেশন আমাদের নাম পাঠাবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত