কোচ কাবরেরার চুক্তি বাড়ল

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আরো এক বছর মেয়াদে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে থাকছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। নতুন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে তার চুক্তি হয়েছে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাফুফে। গত দুই বছর ধরে জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে রয়েছে এই স্প্যানিশ।

আগে মাসিক ৮ হাজার মার্কিন ডলার পেলেও নতুন বছরের জন্য ১৫ হাজার চেয়েছিলেন কোচ। তবে হাভিয়েরের বেতন কতটা বেড়েছে তা এখনো জানায়নি বাফুফে। গত ২ বছরে স্প্যানিশ এই কোচের অধীনে ২৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। সাতটি জয়ের বিপরীতে ১১টি হার ছিল জামাল ভূঁইয়াদের। এছাড়া রয়েছে আটটি ড্র।

২০০৯ সালের পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল এ বছর। এছাড়া ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে আফগানিস্তান ও লেবাননের মতো দলের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। এশিয়া কাপেও চীনকে রুখে দিয়েছেন জামাল ভূঁইয়ারা।