ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুশফিকের আউট নিয়ে যা বললেন মিরাজ

মুশফিকের আউট নিয়ে যা বললেন মিরাজ

কাইল জেমিসনের ডেলিভারিতে রক্ষণাত্মক শট খেলার পর মুশফিকুর রহিমের মাথার ভেতর কী খেলে গেল, কে জানে! স্টাম্পের বেশ বাইরে থাকা বল হাত দিয়ে সরিয়ে দিলেন তিনি। সঙ্গে সঙ্গে আবেদন করলেন জেমিসন ও নিউ জিল্যান্ডের অন্য ফিল্ডাররা। ক্রিকেটীয় নিয়মে আম্পায়ার আউট দিতে বাধ্য। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান আউট হলেন অদ্ভুতভাবে। যে আউটের নাম ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এভাবে আউট হলেন তিনি। প্রথম দিনে অবশ্য দ্রুতই ১৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তবে শান্তিতে নেই নিউজিল্যান্ডও। ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে তারা। তাতে লিড নেওয়ার বড় সম্ভাবনা বেড়েছে বাংলাদেশের। প্রথম দিন শেষে তাই চালকের আসনে বাংলাদেশই। কিন্তু তারপরও সব আলোচনা ওই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের আউট নিয়ে। সতীর্থ মেহেদী হাসান মিরাজ বললেন, খেলার ‘ফ্লো’তে এমনটা করে ফেলেছেন মুশফিক। মিরপুর চিরাচরিত স্পিনবান্ধব উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ সংগ্রাম করছিল বাংলাদেশ। ৪৭ রানেই হারায় প্রথম সারির চার উইকেট। পরে তরুণ শাহাদাত হোসেন দিপুর সঙ্গে দলের হাল ধরেন মুশফিক। ৫৭ রানের জুটিও গড়েছিলেন এ দুই ব্যাটার। কিন্তু এরপর হুট করেই তালগোল পাকিয়ে ফেলেন মুশফিক। কাইল জেমিসনের বল রক্ষণ করে হাত দিয়ে বল আটকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়ে যান দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটার। টেস্ট ইতিহাসেই এর আগে এমনটা হয়েছে মাত্র সাতবার। বাংলাদেশে তো প্রথমই। মুশফিকের এমন কাণ্ডে হতবাক সবাই। ম্যাচশেষে অবশ্য মুশফিকের এই কাণ্ডের একটি ব্যাখ্যা দিলেন মিরাজ, ‘এটাতো ইচ্ছাকৃত হয় না। এটা খেলার ফ্লোতে হয়ে গেছে। জিনিসটা হয় কি, তিনি তো ইচ্ছাকৃত করেন নাই, কেউ তো জেনেশুনে আউট হয় না। খেলার সিচুয়েশনে ব্যাকআপ মাইন্ডে অনেক কিছু থাকে। ফ্লোতে চলে গেছে। আমার কাছে যেটা মনে হয়। খেলে ফ্লো’তে চলে গিয়েছে।’ ম্যাচের ওই সময় মুশফিকের ব্রেনফেড হয়ে গিয়েছিল কি-না জানতে চাইলে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের আউটও টেনে আনেন এই অলরাউন্ডার, ‘একটা জিনিস দেখেন বিশ্বকাপে আমরা একটি টাইমড আউট পেয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত