ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিষেধাজ্ঞা মুক্ত জিকো-তপু

নিষেধাজ্ঞা মুক্ত জিকো-তপু

মদকাণ্ডে নিষিদ্ধ হওয়ায় কিংস পাঁচ ফুটবলারকে বিভিন্ন মেয়াদ ও ধরনে শাস্তি দিয়েছিল। যেখানে মোরসালিন ও রিমন আর্থিক জরিমানা থাকায় তারা ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলন ও খেলায় রয়েছেন। তৌহিদুল আলম সবুজ পুরো মৌসুম নিষেধাজ্ঞায়।

গোলকিপার জিকো ২০২৪ সালের ৩১ মার্চ এবং তপু বর্মণ ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ ছিলেন। বসুন্ধরা কিংস তাদের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে এখন তারা মুক্ত। তবে আগামী ১১ ডিসেম্বর এএফসি কাপে ওড়িশার বিপক্ষে কিংসের ম্যাচের পরদিন থেকে মুক্ত হবেন তারা। ওড়িশার বিপক্ষে ম্যাচের পরদিন ক্যাম্পে যোগ দিয়ে তারা ১৫ ডিসেম্বর ঢাকা আবাহনীর বিপক্ষে কিংসের হয়ে সেমিফাইনাল ম্যাচও খেলবেন তারা। কিংস এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় জাতীয় দলের দরজাও খুলছে এই দুই শীর্ষ ফুটবলারের। যদিও আগামী বছরের মার্চের আগে জাতীয় দলের কোনো ম্যাচ নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত