ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

১২০০তম ম্যাচ রাঙালেন রোনালদো

১২০০তম ম্যাচ রাঙালেন রোনালদো

বয়স বাড়ছে, পেরিয়েছে ৩৮। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঠের খেলায় এর কোনো ছাপ নেই। চলতি মৌসুমে আল নাসরের হয়ে প্রায়ই গোল করছেন তিনি। বর্ণিল ক্যারিয়ারে আরো একটি মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ এই তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১২০০তম ম্যাচ খেললেন পর্তুগিজ মহাতারকা। আল নাসরের হয়ে মাইলফলক ছোঁয়া এই ম্যাচও তিনি রাঙালেন গোল করে ও করিয়ে। সৌদি প্রো লিগে আল-রিয়াদকে ৪-১ গোলে হারানো ম্যাচ খেলতে নেমে ওই মাইলফলকে পা রাখেন রোনালদো। ৩১তম মিনিটে সাদিও মানের ক্রস থেকে লক্ষ্যভেদ করার পর ওতাভিওর গোলের পেছনের কারিগরও ছিলেন ৩৮ বছর বয়সি ফরোয়ার্ড। বর্ণাঢ্য করিয়ারে ১ হাজার ২০০ ম্যাচের মধ্যে রোনালদো সবচেয়ে বেশি খেলেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে, ৪৩৮টি। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬টি, স্পোর্তিংয়ের হয়ে ৩১টি, জুভেন্টাসের জার্সিতে ১৩৪টি, আল নাসরের হয়ে ৪৬টি এবং পর্তুগালের হয়ে ২০৫টি ম্যাচ খেলেছেন তিনি।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে ১৫ ম্যাচ ১৬ গোল করা রোনালদো দারুণ এই মাইলফলকে পৌঁছানোর পথে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বয়সকে তুড়ি মেরে ছুটে চলা এই তারকা সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন- কাজ শেষ হয়নি এখনো। ‘আরো ৩ পয়েন্ট! এই ১ হাজার ২০০ ম্যাচের মাইলফলকে পৌঁছাতে সব সতীর্থকে ধন্যবাদ, যারা আমাকে এ পর্যন্ত আসতে সহযোগিতা করেছে। কী দারুণ পথচলা, কিন্তু এখনো আমাদের কাজ শেষ হয়নি।’ রোনালদোকে অবশ্য সবচেয়ে বেশি ম্যাচ খেলার চূড়ায় পৌঁছাতে হলে এখনো পাড়ি দিতে হবে অনেক পথ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত