ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্টেডিয়াম পাড়ায় বাড়তি পুলিশ চেয়ে চিঠি

স্টেডিয়াম পাড়ায় বাড়তি পুলিশ চেয়ে চিঠি

পল্টনের গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও বঙ্গভবনের মাঝখানে অবস্থান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স।

দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান এ ভেন্যুর আশপাশে আরো ছোট-বড় অনেক ক্রীড়া স্থাপনা রয়েছে। যে কারণে এই এলাকাকে বলা হয়ে থাকে স্টেডিয়াম পাড়া। এ পাড়ায় জনসাধারণ-যান চলাচলে ব্যস্ত থাকে সারাদিন। তবে বিকালের পর থেকেই এই অঞ্চলে বাড়ে মাদক সেবকদের আনাগোনা। সাম্প্রতিক সময়ে স্টেডিয়াম পাড়ায় মাদক কেনা-বেচা এবং সেবক বৃদ্ধি পেয়েছে বলে ধারণা ফেডারেশন সংশ্লিষ্টদের। তারা বিষয়টি স্টেডিয়ামের কর্তৃপক্ষ মারফত জাতীয় ক্রীড়া পরিষদকে অবহিত করেছে।

জাতীয় ক্রীড়া পরিষদও দ্রুত উদ্যোগ নিয়েছে। গতকাল রোববার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক প্রশাসন শেখ হামিম হাসান মতিঝিল জোনের ডিসিকে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে উল্লেখ রয়েছে, ‘দাপ্তরিক কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন টুর্নামেন্ট উপলক্ষ্যে ফেডারেশনের কর্মকর্তা/কর্মচারী/খেলোয়াড়রা নিয়মিত তাদের অফিসে যাতায়াত করেন। সম্প্রতি বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে, বর্ণিত স্টেডিয়ামগুলোর আশপাশে মাদক বেচা-কেনা এবং মাদক সেবকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। ফলে ফেডারেশনগুলোর কার্যক্রম পরিচালনা ও টুর্নামেন্ট আয়োজনে নানা রকম জটিলতার সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায়, জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মওলানা ভাসানী স্টেডিয়ামের আশপাশে নিয়মিত টহল পুলিশ আরো বৃদ্ধি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’ এদিকে চলতি বছরেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরুর কথা থাকলেও তা শেষ সময়ে পিছিয়েছে। ২০২১ সালের জুলাই থেকে চলছিল এর সংস্কারকাজ। এখনো গ্যালারি, ফ্লাডলাইট ও প্রেসবক্স আধুনিকায়নের কাজ বাকি। অ্যাথলেটিকস ট্র্যাকের কাজ সম্পন্ন হয়েছে। সে কারণেই কথা ছিল ১৭তম জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তবে শেষ সময়ে এসে তা বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত