ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টেনিসের সঙ্গে সাইফ পাওয়ারটেকের গাঁটছড়া

টেনিসের সঙ্গে সাইফ পাওয়ারটেকের গাঁটছড়া

দেশের ক্রীড়াঙ্গনের সম্প্রসারিত ডিসিপ্লিনগুলোর মধ্যে টেনিস অন্যতম। মূলত বর্তমান কমিটি আসার পর বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক হয়েছে বাংলাদেশ। টেনিসের উন্নয়নে আরো গতিশীল করতে এগিয়ে এসেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। আগামী ২ বছর টেনিসের উন্নয়নে পৃষ্ঠপোষকতা করতে গাঁটছাড় বেঁধেছে তারা। যার মেয়াদ ১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। গতকাল রোববার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে টেনিস ফেডারেশন ও সাইফ পাওয়ারটেকের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। মূলত টেনিসের পাঁচটি খাতে টেনিসের উন্নয়নের জন্য এই চুক্তি স্বাক্ষর হয়। খাতগুলো হলো- দেশব্যপী জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ প্রোগ্রাম পরিচালনা, জেটিআই কোচেস প্রশিক্ষণ ও স্কুল শিক্ষকদের টেনিস প্রশিক্ষণ, জেলা ও বিভাগীয় টেনিস প্রতিযোগিতা, আন্তঃস্কুল টেনিস প্রতিযোগিতা ও বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর ফারুক আহমেদ খান (অব.)। অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, ফেডারেশনের সহ-সভাপতি মো. মোতাহার হোসেন (সাজু) ও নেয়াজ আহমেদ উপস্থিত ছিলেন। চুক্তির মাধ্যমে জেটিআই প্রোগ্রামের আওতায় দেশের ৩২টি জেলায় প্রতিটি জেলার কমপক্ষে চারটি করে মোট ১২৮টি স্কুলে বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় টেনিস সরঞ্জামাদী স্কুলগুলো দেওয়া হবে। জেলা পর্যায়ের টেনিস কোচ যথোপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার টেনিস কোর্টসমূহে টেকসই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া কোচেস ইডুকেশন প্রোগ্রামের আওতায় জেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ, স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ এবং জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার ব্রেন্ডিংসহ সব ব্যয়ভার স্পন্সরশিপের আওতায় থাকবে। সর্বোপরি সমঝোতা চুক্তির আওতায় চুক্তির মেয়াদ পর্যন্ত প্রতি বছর ডিসেম্বরে অনুষ্ঠেয় বিজয় দিবস জাতীয় টেনিস প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হবে সাইফ পাওয়ারটেক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত