ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত

বিপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে তা কেটে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ঘোষণায়। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেছে বোর্ড। আগামী ১৯ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই আসর। আগের মতো এবারো দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল। শুরুটা হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর ২৬ জানুয়ারি থেকে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর ফের ঢাকায় ফিরে ১৩ ফেব্রুয়ারি বিপিএল চলে যাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রায় দেড় মাসব্যাপী এই আসর চলার পর ১ মার্চ ফাইনাল শেষ হবে এবারের বিপিএল। আবহাওয়ার কথা মাথায় রেখে নকআউট পর্বের ম্যাচের জন্য একদিন রিজার্ভ ডে রাখার কথা রয়েছে। উদ্বোধনী এবং ফাইনালসহ সব নকআউট পর্বের ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। গত আসরের মতো এবারো সাতটি দল অংশ নিচ্ছে বিপিএলে। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশালের সঙ্গে এবার নতুন নামে আসছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে তিন বছর মেয়াদি চুক্তির দ্বিতীয় আসর বসতে যাচ্ছে ২০২৪ সালে। ৫ জানুয়ারি থেকে শুরুর কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে শুরু করতে হচ্ছে প্রায় দুই সপ্তাহ পর। গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ড্রাফট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত