ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাপানকে উড়িয়ে সেমির পথে বাংলাদেশের যুবারা

জাপানকে উড়িয়ে সেমির পথে বাংলাদেশের যুবারা

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে দাঁড়াতেই পারেনি জাপানের যুবারা। ৯৯ রানে অলআউট হওয়া জাপান বোলিংয়েও ছিল ধারহীন। ফলে ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। গততাল সোমবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডের ২ নম্বর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় জাপানি যুবারা। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ১১.২ ওভারে জয়ের বন্দরে নোঙ্গর করে বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে রয়েছে যুব টাইগাররা। দিনের অপর ম্যাচে আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। এই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে তাদের সঙ্গে নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সেমি-ফাইনালও।

এদিন টস জিতে প্রথমে জাপানিদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বল হাতে সামনে থেকেই নেতৃত্ব দেন অধিনায়ক। সঙ্গে জ্বলে ওঠেন বাকি সব বোলাররাও। ফলে বলার মতো তেমন কোনো জুটিই গড়তে পারেনি জাপানি তরুণরা।

এমনকি ব্যক্তিগতভাবে পারেননি কেউ দায়িত্ব নিতে। জাপানের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। সর্বোচ্চ ১৮ রান করেন নিহার পার্মার। ১৭ রান করেন কাইফার লেক। বাংলাদেশের হয়ে কমবেশি সব বোলারই উইকেট পেয়েছেন। ৮.১ ওভার বল করে মাত্র ৯ রানে ২টি উইকেট নিয়ে সেরা বোলার অধিনায়ক রাব্বি। এছাড়া ৭ ওভারে ১৫ রান দিয়ে ২টি উইকেট নেন আরিফুল ইসলাম। লক্ষ্য তাড়ায় দারুণ সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। গড়েন ৭১ রানের জুটি। এরপর চার্লস হিঞ্জের বল বোল্ড হয়ে যান জিসান।

এরপর বাকি কাজ চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে শেষ করেন শিবলি। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৩ ডিসেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের হারাতে পারলেই নিশ্চিত হবে পরের রাউন্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত