ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ক্লাব বিশ্বকাপে হলান্ডকে চায় গার্দিওলা

ক্লাব বিশ্বকাপে হলান্ডকে চায় গার্দিওলা

চোটের কারণে সবশেষ লিগ ম্যাচে লুটন টাইনের বিপক্ষে মাঠে নামতে পারেননি আর্লিং হলান্ড। তাকে ছাড়া অবশ্য ম্যাচ জিততে অসুবিধা হয়নি ম্যানচেস্টার সিটির। তবে আসছে ফিফা ক্লাব বিশ্বকাপে আক্রমণভাগের এই ধারাল স্ট্রাইকারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সিটি কোচ পেপ গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার লুটন টাউটনকে ২-১ গোলে হারায় সিটি। এলাইজা আদেবায়োর গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরান বের্নার্দো সিলভা। এর তিন মিনিট পর ম্যাচের ভাগ্য গড়ে দেয়া গোলটি করেন জ্যাক গ্রিলিশ। আগামী ১৩ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে তিনটি ম্যাচ খেলবে সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হওয়ার পর লিগ ম্যাচে তারা লড়বে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এরপর ক্লাব বিশ্বকাপের লড়াইয়ে নামবে তারা। ‘জি’ গ্রুপের সেরা হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলা আগেই নিশ্চিত করেছে সিটি। গত মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জেতা দলটি প্রিমিয়ার লিগ টেবিলে আছে চতুর্থ স্থানে। প্রথমবারের মতো ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা জয়ের আশায় সৌদি আরবের জেদ্দায় মাঠে নামবে সিটি। পায়ের চোটে ভোগা হলান্ডকে তাই খুব করে চাইছেন গার্দিওলা। ‘আশা করি, ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে তাকে আমরা সারিয়ে তুলতে পারব- সপ্তায় সপ্তায়, দিনে দিনে আমরা দেখব, তার পরিস্থিতি কী দাঁড়ায়।’ সিটি কোচ বলেন, ‘আর্লিং আসার পর থেকেই দলের জন্য সে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এ মৌসুমে আমার কিছু বিষয়ের মুখোমুখি হচ্ছি- চোট, নিষেধাজ্ঞা, সমস্যা। এগুলোর সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।’ ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমি-ফাইনালে সিটি মুখোমুখি হবে মেক্সিকোর ক্লাব লেওন ও জাপানের উরাওয়া রেড ডায়মন্ডের মধ্যকার জয়ী দলের বিপক্ষে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত