রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল শুরু

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ রেলওয়ের জোনাল স্পোর্টস কাউন্সিলের (পূর্বাঞ্চল) ব্যবস্থাপনায় ১৪তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টায় ঐতিহ্যবাহী পলোগ্রাউন্ড মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সিওপিএস মো. শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সিএমও ডা. ইবনে শফি আব্দুল আহাদ, অতিরিক্ত সিওপিএস মো. জাকির হোসেন, ডিআরএম মো. সাইফুল ইসলাম। প্রথম দিন গতবারের চ্যাম্পিয়ন ডিএসএ (ঢাকা) দলকে ২-০ গোলে পরাজিত করে ডিএসএ (হেডকোর্য়াটার) দল জয়লাভ করে।