গাজার সমর্থনে খাজার বার্তা আইসিসির সতর্কতা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে পার্থে টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। ওই টেস্টের অনুশীলনে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা যে জুতা পরেছিলেন তাতে যুদ্ধাহত গাজার পক্ষে বার্তা ছিল, ‘সবার জীবনই সমান মূল্যবান। মানবাধিকার সকলের অধিকার।’ বিষয়টি আইসিসির নজরে আসায় তাকে ওই জুতা পরে ম্যাচ খেলতে নিষেধ করা হয়েছে। উসমান খাজাও আইসিসির নিয়ম মেনে নিয়েছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, বার্তা দেওয়া জুতা পরে খেলবেন না খাজা। পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা পরে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক বার্তা নিয়ে হাজির হননি। নিয়মের কারণে আপাতত তিনি ওই জুতা পরবেন না। তবে আইসিসির কাছে ওই জুতা পরে খেলার অনুমতি চাইবেন তিনি। উসমান খাজা এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি কোনো পক্ষ নিচ্ছি না। আমার কাছে সব মানুষের জীবনের মূল্য সমান। একজন ইহুদির জীবন একটা মুসলিমের জীবনের সমান, একজন হিন্দুর জীবনও তাই। যাদের এটা বলার ক্ষমতা নেই, আমি এই কথাগুলো তাদের পক্ষে বলছি।’ আইসিসির সতর্কতার বিষয়ে খাজা জানিয়েছেন, আইসিসি তাকে বলেছে, এটা তাদের নীতিমালা অনুযায়ী, রাজনৈতিক বার্তা। জবাবে খাজা বলেছেন, আমি তেমনটা মনে করি না। এটা বার্তা মানবতার কথা বলে। তবে তিনি আইসিসির বিধি-নিষেধকে সম্মান করবেন বলেও জানিয়েছেন। তবে নিজের লড়াইও চালিয়ে যাবেন। এর আগে গাজায় ইসরাইলের হামলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত স্ট্যাটাস দিয়েছেন উসমান খাজা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিগত বিষয় হওয়ায় আইসিসির সেখানে হস্তক্ষেপের সুযোগ নেই। সেজন্য তার টুইট-ইনস্টা পোস্ট নিয়ে আপত্তি নেই আইসিসির।