ম্যানইউ’র বিদায়

শেষ ষোলোয় কোপেনহেগেন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বায়ার্ন মিউনিখের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে হেরেছে তারা। ঘরের মাঠে ১-০ গোলের হারে গ্রুপ পর্বে চার দলের মধ্যে চারে থেকে শেষ করেছে রেড ডেলিভসরা। অন্য দিকে গ্যালাতাসারের বিপক্ষে ১-০ গোলে জিতে শেষ ষোলোয় চলে গেছে ডেনমার্কের ক্লাব কোপেনেহেগেন। ঘরের মাঠে জয় পেয়েছে দলটি। গত মঙ্গলবার রাতের ম্যাচে ম্যানইউ-এর জালে জয়সূচক একমাত্র গোলটি করেন বায়ার্ন মিউনিখের কিংসলি কোম্যান। ওই ম্যাচে জিতলেও অবশ্য দ্বিতীয় রাউন্ড নিশ্চিত ছিল না ম্যানইউ’র। কামনা করতে হতো গ্যালাতাসারে ও কোপেনহেগেনের ড্র। এরিক টেন হাগের দল জিততেই পারেনি, তার অন্যর ড্র প্রত্যাশা করে লাভ কী! গ্রুপ ‘এ’ থেকে ছয় ম্যাচের পাঁচটিতে জিতে ও একটিতে ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে বায়ার্ন। কোপেনহেগেন দুই জয় ও দুই ড্র’তে ৮ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় গেছে। ম্যানইউ ছয় ম্যাচে মাত্র একটিকে জয় পেয়েছে।