ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তাসকিনের ফেরার লড়াই শুরু

তাসকিনের ফেরার লড়াই শুরু

বাংলাদেশ দল যখন নিউল্যান্ডের মাটিতে, তখন মাঠে ফেরার লড়াইয়ে ব্যস্ত তাসকিন আহমেদ। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজেও খেলতে পারেননি তিনি। কাঁধের পুরোনো চোট বড্ড ভোগাচ্ছে এই গতি তারকাকে। বিশ্বকাপেও খেলেছেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। সামনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই আপাতত আর সার্জারি নয়। বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়েই মাঠে নামতে মুখিয়ে তাসকিন। গতকাল বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে বোলিং অনুশীলন করলেন ঢাকা একপ্রেস খ্যাত এ পেসার। প্রায় ৪৫ মিনিট ধরে চলল তার বোলিং অনুশীলন। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার এক মাসের বেশি সময় পর এ দিনই বোলিংয়ে ফিরলেন অভিজ্ঞ এই পেসার। এদিন মাঠে ঢুকে প্রথমেই ফিজিও সানির তত্ত্বাবধানে গা গরম করে নেন তাসকিন। ততক্ষণে তার বোলিংয়ের জন্য প্রস্তুত সেন্টার উইকেট। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে তাসকিনের বোলিং দেখতে থাকেন খালেদ মাহমুদ। কিছুক্ষণ পরপর নানা দিক-নির্দেশনাও দিতে দেখা গেল বর্তমান বিসিবি পরিচালককে। পপিং ক্রিজের কাছে দাঁড়িয়ে বোলিংয়ের সময় তাসকিনের অবস্থা পর্যবেক্ষণ করতে দেখা যায় দুই ফিজিও বায়েজিদ ও সানিকে। তারাও কিছুক্ষণ পরপর বোলিংয়ের ভিডিও মুঠোফোনে ধারণ করেন। শুরুতে ছোট রান-আপে বোলিং করেন তাসকিন। পরে রান-আপ কিছুটা বাড়িয়ে করেন আরও কিছু ডেলিভারি। এ সময় বলের গতিতেও দেখা যায় ইতিবাচক পরিবর্তন। তবে লাইন ঠিক রাখার ক্ষেত্রে কিছুটা সমস্যায় ভোগেন তাসকিন। এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলেন মাহমুদ। প্রায় ত্রিশ মিনিটের সেশন শেষ করে ফেরার সময়ও হাতের কবজি দেখিয়ে তাসকিনকে কিছু একটা পরামর্শ দিতে থাকেন মাহমুদ। তাসকিনের পুনবার্সন প্রক্রিয়া নিয়ে বিসিবির ফিজিও সানি বলেন, ‘তাসকিনের যে ৪ সপ্তাহ বিশ্রাম ছিল, সেটা শেষ হয়েছে। ১২ তারিখ থেকেই মূলত পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তার ক্ষেত্রে এই প্রক্রিয়াটা একটু লম্বা। মোটামুটি ৫ সপ্তাহের একটা প্রোগ্রেসিভ বোলিং প্ল্যান। আশা করা যায়, সব ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝি থেকে ফুল রান-আপে বোলিং করতে পারবেন তিনি।’

তবে সম্ভাব্য এই পরিকল্পনায় বাধা হতে পারে তাসকিনের চোটের ধরন। যা মূলত ফিরতে আসতে পারে যে কোনো সময়ই। তাই আপাতত শুরুর কিছু দিন বোলিং সেশনে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তাসকিন। ব্যথা আর ফিরে না এলে ধীরে ধীরে বাড়বে তার বোলিংয়ের মাত্রা, লম্বা হবে রান-আপ। তখন গতি বাড়ানোর দিকেও মনোযোগ দিতে পারবেন তিনি। সব মিলিয়ে পাঁচ সপ্তাহের এই পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার কথা আগামী ১৫ জানুয়ারি। ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএল। সব কিছু ঠিক থাকলে নতুন দল দুর্দান্ত ঢাকার হয়ে ওই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়েই হয়তো মাঠে ফিরবেন তাসকিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত