স্বাধীনতা কাপ

৯ বছর পর ফাইনালে মোহামেডান

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

২০১৪ সালে সবশেষ স্বাধীনতা কাপের শিরোপা জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কোচ আলফাজ আহমেদের হাত ধরে ৯ বছর পর আবারো প্রতিযোগিতাটির ফাইনালে উঠল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খ্যাত দলটি। গতকাল শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা কাপের সেমিফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে ফাইনাল নিশ্চিত করে তারা। এ নিয়ে পঞ্চমবারের মতো স্বাধীনতা কাপের ফাইনালে উঠল আলফাজ আহমেদের শিষ্যরা। অবশ্য পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ ঐতিহ্যবাহী মোহামেডানের বিপক্ষে দারুণ লড়াই করে। সেই লড়াইয়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত রহমতগঞ্জ তাদের জাল অক্ষত রাখে। কিন্তু ৭২ মিনিটের মাথায় গিয়ে গোল হজম করে তারা। এ সময় সাদা-কালো জার্সিধারীদের উজবেকিস্তানের ফুটবলার মোজাফফর গোল করে এগিয়ে নেন দলকে। ফ্রি কিক থেকে দারুণ গোলটি করেন তিনি। ৮০ মিনিটের মাথায় ব্যবধান বাড়তে পারত। কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি মতিঝিলের ক্লাবটি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। একইদিন স্বাধীনতা কাপের দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে নাম লিখিয়েছে বসুন্ধরা কিংস। আগামী সোমবার ফাইনালে মুখোমুখি হবে তারা।