ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি!

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি!

নিউজিল্যান্ড সফরে নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচে রোববার ভোরে মাঠে নামবে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে এর মধ্যেই প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। সৌম্য, রিশাদরা পেয়েছেন রানের দেখা।

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশে ছিল না কোনো বড় নাম। তবে মূল ম্যাচে বাংলাদেশকে কিউইদের কন্ডিশনে কঠিন পরীক্ষাই দিতে হবে। এদিকে, নিউজিল্যান্ড-বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

স্থানীয় সময় সকাল ১১টায় মাঠে নামবে লিটন-শান্তরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। বিশেষ করে নিউজিল্যান্ডের স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া প্রায় পুরোটা সময়ই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন।

বাতাসের আদ্রতা থাকার সম্ভাবনা রয়েছে ৭৬ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটি নিয়ে ভাবতে চান না টাইগার অধিনায়ক শান্ত। তিনি বলেন, বৃষ্টিটা আসলে নিয়ন্ত্রণে নেই। কন্ডিশনও আসলে নিয়ন্ত্রণে নেই। তো এটা নিয়ে ভাবার আসলে সুযোগ নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত