ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফিফা র‍্যাংকিংয়ে সাবিনাদের উন্নতি

ফিফা র‍্যাংকিংয়ে সাবিনাদের উন্নতি

নারী ফুটবলে ক্রমেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে লাল সবুজের মেয়েরা। বছরের শেষ বেলায়ও দুদান্ত পারফরম্যন্স দেখিয়েছে তহুরা-সানজিদারা। দিন দশেক আগে ফিফা র‍্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানের পর সবশেষ ম্যাচে ৮-০ গোলের জয় পেয়েছে লাল সবুজের মেয়েরা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে সাবিনা খাতুনদের। দুই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ১৪২ থেকে ১৪০ নম্বরে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। ফিফা র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে আছে শুধু ভারত ও নেপাল। গত বছর সেপ্টেম্বরে সাফ জেতার পর বাংলাদেশ নারী ফুটবল দল এক লাফে ১৪৭ থেকে উঠেছিল ১৪০ নম্বরে। বছরজুড়ে বাংলাদেশ ছিল ১৪০ থেকে ১৪২ এর মধ্যে। দুই ধাপ এগিয়ে বছর শেষ করল সাফ চ্যাম্পিয়ন মেয়েরা। ২০২২ সাল বাংলাদেশের মেয়েরা শেষ করেছিল ১০৫৪.৫৩ পয়েন্ট নিয়ে। ২০২৩ সাল শেষ হচ্ছে ১০৬৮.৫২ পয়েন্ট নিয়ে। সর্বশেষ র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার সেগুলোর মধ্যে শুধু বাংলাদেশই এগিয়েছে। ভারত ৪ ধাপ পিছিয়ে ৬৫, নেপাল ৪ ধাপ পিছিয়ে ১০৫, শ্রীলঙ্কা ৪ ধাপ পিছিয়ে ১৫৭, পাকিস্তান ১ ধাপ পিছিয়ে ১৫৪, মালদ্বীপ ২ ধাপ পিছিয়ে ১৬২ এবং ভুটান ৩ ধাপ পিছিয়ে ১৭২ নম্বরে অবস্থান করছে। এদিকে প্রথমবারের মতো ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের মেয়েরা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মেয়েরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত