ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘নতুন মেসিকে’ চাই বার্সেলোনার

‘নতুন মেসিকে’ চাই বার্সেলোনার

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে চলে গেছেন কয়েক বছর আগে। এই আর্জেন্টাইনের শূন্যতা এখনও অনুভূত হয় কাতালুনিয়াদের। দলকে পুনরায় আগের মতো শক্তিশালী করে তুলতে, সাফল্যের চূড়ায় পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছে ক্লাবটি। সেই লক্ষ্যে ‘নতুন মেসি’ নামে পরিচিত হয়ে ওঠা আর্জেন্টিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাউদিও এচেভেরির ওপর নজর দিয়েছে তারা। অবশ্য শুধু বার্সেলোনাই নয়, ১৭ বছর বয়সি এচেভেরিকে দলে পেতে ম্যানচেস্টার সিটিও জোর চেষ্টা করে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। সদ্য সমাপ্ত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবল বিশ্বের নজর কাড়েন আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের এই খেলোয়াড়। ওই আসরে কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেন এচেভেরি। আসরে গোল করেন সব মিলিয়ে পাঁচটি। আর্জেন্টিনা বিদায় নেয় সেমি-ফাইনাল থেকে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, রেয়াল মাদ্রিদ, পিএসজি, জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানের মতো ক্লাবগুলোরও তার ওপর নজর আছে। তবে তাকে বার্সেলোনার পাওয়ার সম্ভাবনা একটু হলেও বেশি বলে ধারণা করা যায়। কারণ, খেলোয়াড় নিজেই যে দলটিতে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগে এই কথা বলেছিলেন তিনি। ‘রিভারের মতো আমি বার্সার হয়েও খেলতে চাই। আমি লিওনেল মেসির অনেক বড় ভক্ত এবং তাকে সেখানে খেলতে দেখেছি। তাই এই ক্লাবকে আমি ছোটবেলা থেকে অনুসরণ করছি।’ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজও গত শুক্রবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এচেভেরি তাদের রাডারে আছে। ‘ছেলেটা দারুণ মেধাবী। ব্রাজিলের বিপক্ষে (অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে) ওই হ্যাটট্রিক ছাড়াও সে ব্যবধান গড়ে দিতে পারে। তবে, ক্লাবে নতুন খেলোয়াড় চুক্তিভুক্ত করতে যারা দায়িত্বপ্রাপ্ত, কাজটা (তাকে বার্সেলোনায় আনার) তাদের।’ অবশ্য এচেভেরিকে দলে টানতে বেশ কাঠখড় পোড়াতে হবে বার্সাকে। চেলসি, ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট জার্মেইন এখন থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছে নতুন মেসির জন্য। এচেভেরির অবশ্য পছন্দের ক্লাব বার্সেলোনা। তবে স্প্যানিশ ক্লাবটি বর্তমানে আর্থিক সমস্যায় জর্জরিত। রিলিজ ক্লজ টপকে সহসাই এচেভেরিকে দলে নেবে, এমন সম্ভাবনাও বেশ কঠিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত