স্বাধীনতা কাপ

মোহামেডান-কিংস শিরোপা লড়াই আজ

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ফুটবলের ২৩-২৪ মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। টানা চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। অন্যদিকে ৯ বছর পর এই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ দুপুর পৌঁনে ২টায় শুরু হবে শিরোপা লড়াই। স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে আরো একটি শিরোপার সামনে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। গত শুক্রবার সেমিফাইনালে পুরান ঢাকার দল রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় সাদা-কালোরা। সেমিফাইনাল জিতে ঘুচেছে ৯ বছর ফাইনালে না খেলতে পারার আক্ষেপ। এবার কিংসকে হারিয়ে শিরোপা জিততে পারলে ৯ বছর শিরোপা না পাওয়ার আক্ষেপটাও ঘোচাতে পারবে ঐতিহ্যবাহীরা। স্বাধীনতাকাপ ফুটবল টুর্নামেন্টের অন্যতম সফল দল এই মোহামেডান। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরের বছর (১৯৭২) থেকেই টুর্নামেন্টটি মাঠে গড়ায়। প্রথম আসরেই ইস্ট ইন্ড ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল মোহামেডান। এরপর মধ্যে দীর্ঘসময় মাঠে ছিল না এই টুর্নামেন্ট। ১৯৯০ সালে আবারও মাঠে ফিরে স্বাধীনতাকাপ। দ্বিতীয় আসরটিতেও ফাইনাল খেলে মোহামেডান। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর কাছে ২-১ গোলে হেরে শিরোপা হারায় সাদা-কালোরা। পরের বছর আবারও ফাইনালে দেখা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এবার অবশ্য আকাশি-নীলদের হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে মোহামেডান। তবে সেটা খুব সহজে সম্ভব হয়নি। সেবার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় শেষ হওয়াতে টাইব্রেকারে নির্ধারিত হয় ভাগ্য। যেখানে (৪-২) গোলে জয় পায় মোহামেডান। এরই মধ্যে আবার দীর্ঘ ১৪ বছরের জন্য হারিয়ে যায় টুর্নামেন্টটি। ২০০৫ সালে হয় স্বাধীনতাকাপের চতুর্থ আসর। সেবার ফাইনাল খেলে মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স। চ্যাম্পিয়ন হয় মুক্তিযোদ্ধা। এরপর ২০১১ ও ২০১৩ সালে দু’টি আসর হলেও আবাহনী-মোহামেডানের কেউই ফাইনালে খেলতে পারেনি। ২০১৪ সালে সপ্তম আসরে স্বরূপে ফিরে সাদা-কালোরা। ফাইনালে ফেনী সকার ক্লাবকে টাইব্রেকারে ৫-৪ (০-০) গোলে হারিয়ে আবারও শিরোপা জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এরপর আরও ৫টি আসর মাঠে গড়ালেও ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি মোহামেডান। এবার পেরেছে। এদিকে আরেক সেমিফাইনালে কিংসের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় সমর্থকপুষ্ট আবাহনী লিমিটেড। তিনবার স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন হওয়া মোহামেডানের সামনে ফাইনালে কঠিন প্রতিপক্ষ কিংস। যারা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। সেই দলটিকে হারিয়ে মোহামেডান কি পারবে তাদের সোনালি অতীতের সেই সাফল্য ফিরিয়ে আনতে? তার জন্য অপেক্ষা ফাইনাল ম্যাচটি মাঠে গড়ানোর।