দুই বাংলাদেশির নাম প্রত্যাহার

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পান বাংলাদেশের তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে নিলাম থেকে তাসকিন ও শরিফুলের নাম সরিয়ে নেওয়া হয়েছে। দল পাওয়া সাপেক্ষে মোস্তাফিজুরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। দুবাইয়ে গতকাল মঙ্গলবার হবে ২০২৪ আইপিএলের নিলাম। তার আগে নিলাম তালিকায় থাকা খেলোয়াড়দের টুর্নামেন্টে পাওয়া না পাওয়া নিয়ে ফ্রাঞ্চাইজিদের জানিয়ে দিয়েছে লিগ কর্তৃপক্ষ। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, নিলামে দল পেলে ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত মোস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁ-হাতি এই পেসার। তবে এবার তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যা সর্বোচ্চ ক্যাটাগরি। নিলামে তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয় ৭৫ লাখ রুপি, শরিফুলের ৫০ লাখ রুপি। এই দুজনকে যে ২০২৪ আসরে পাওয়া যাবে না, সেটাও ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইকে জানিয়ে দিয়েছে বিসিবি। মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ আছে বাংলাদেশের। সাদা পোশাকে তাসকিন ও শরিফুল দলের নিয়মিত সদস্য। মোস্তাফিজুর টেস্ট খেলেন না ২০২২ সালের মাঝামাঝি থেকে। বিসিবির লাল বলের চুক্তিতেও তিনি নেই। শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের দুই সংস্করণের সিরিজও খেলবে বাংলাদেশ। এপ্রিলে ঘরের মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে দুই টেস্ট ও পাঁচ টি-টোয়েন্টি। আগামী ২২ মার্চ থেকে মে মাসের শেষ পর্যন্ত হতে পারে আইপিএল। ভারতের লোকসভা নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ হওয়ার পর চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে। আফগানিস্তান, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সব ক্রিকেটারকে গোটা আইপিএলে পাওয়া যাবে।