ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হারের কারণ জানালেন শান্ত

হারের কারণ জানালেন শান্ত

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ম্যারাথন ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। যদিও তার ইনিংসেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। এক ম্যাচ হাতে রেখেই সফরকারী দলের বিপক্ষে একদিনের সিরিজ জিতে নিয়েছে টম লাথামের দল।

এদিকে এই ম্যাচ হেরে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হতাশাজনক বলে মানছেন। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ব্যর্থতার কথা বললেন তিনি। নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। নিউজিল্যান্ডের মাটিতে ১৯ ওয়ানডের সবকটি হারল এশিয়ার দলটি। এদিন আগে ব্যাটিং করে বাংলাদেশ তোলে ২৯১ রান। সিংহভাগ রানই আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। ২ ছক্কা ও ২২ চারে ১৬৯ রান করেছেন এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ৪৫ রানের, মুশফিকুর রহিমের ব্যাট থেকে। নাজমুল হোসেন শান্ত বলেন, ‘উইকেট খুবই ভালো ছিল। নতুন বলে বোলারদের জন্য তেমন সুইং-সিম ছিল না। আমরা শুরুতেই কয়েকটা উইকেট হারাই, এটা আমাদের ভুগিয়েছে। আমার মনে হয়, আমরা বড় সংগ্রহই গড়েছিলাম। তবে নতুন বলে বোলাররা ভালো করতে পারেনি। শুরুর দিকে দু-তিনটা উইকেট নিতে পারলে ম্যাচটা ভিন্ন রকম হতো।’ ২৯২ রানের লক্ষ্য দিয়েও লড়াই করতে না পারার দায় নাজমুল দিচ্ছেন বোলারদের ওপর, ‘আমার মনে হয়, আমরা বড় সংগ্রহই গড়েছিলাম। তবে নতুন বলে বোলাররা ভালো করতে পারেনি। শুরুর দিকে দুই-তিনটা উইকেট নিতে পারলে ম্যাচটা ভিন্ন রকম হতো।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত