প্রিমিয়ার লিগ ফুটবল মাঠে গড়াচ্ছে আজ

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দেশের ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আজ। প্রথম দিনেই চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভিন্ন চারটি ভেন্যুতে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বর্তমান রানার্সআপ ঢাকা আবাহনী লড়বে রহমতগঞ্জের বিপক্ষে, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়মে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবং রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ঢাকা মোহামেডানকে মোকাবিলা করবে ফর্টিজ এফসি। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়। এছাড়া কিংস অ্যারেনায় বিকাল সাড়ে ৪টায় বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক কিংসের সঙ্গে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। প্রিমিয়ার লিগের এবারের আসরে ১১টি দল থাকার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব সর্বোচ্চ আসরে উঠেও খেলতে অপারগতা প্রকাশ করায় একটি দল কমে গেছে। দশ দলের এই লিগ হবে দেশের পাঁচটি ভেন্যুতে। ক্লাবগুলো নিজেদের পছন্দের ভেন্যু নির্ধারণ করে দেয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচের আয়োজন করেছে। কিংস ও শেখ রাসেল ক্রীড়াচক্রের ভেন্যু কিংস অ্যারেনা, ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ভেন্যু গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, ফর্টিজ এফসি ও ব্রাদার্সের ভেন্যু রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জের ভেন্যু মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম এবং মোহামেডান ও পুলিশের ভেন্যু ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। গতবারের মতো এবারো শুক্র ও শনিবার হবে লিগের ম্যাচ। মাঝে প্রত্যেক মঙ্গলবার হবে ফেডারেশন কাপের ম্যাচ। লিগে প্রথম দুই রাউন্ডের পর জাতীয় নির্বাচনের কারণে ১২ দিনের বিরতি থাকছে। এরপর তৃতীয় রাউন্ড শুরু হবে ১২ জানুয়ারি।