একদিনে তিন শিরোপা জয় আনসারের

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ গেমসের পর বৃহস্পতিবার বিরল একটি দিন ছিল বাংলাদেশ আনসারের। একদিনে তিনটি শিরোপা জিতে নিয়েছেন এই সংস্থাটির ক্রীড়াবিদরা। গতকাল বৃহস্পতিবার বিজয় দিবস রাগবির ছেলে ও মেয়ে দুই বিভাগে এবং বিজয় দিবস হ্যান্ডবলে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এই সংস্থাটি। দুপুরে আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয়ী দিবস রাগবির ছেলেদের বিভাগে আনসার ৬৮-০ পয়েন্টে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ও ১৪-৫ পয়েন্টে এসআর রাগবি ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয়। রানার্সআপ হয় এসআর রাগবি ক্লাব। মেয়েদের বিভাগে আনসার ৩৫-০ পয়েন্টে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ও ৮০-৫ পয়েন্টে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আজাদকে ২৫-০ পয়েন্টে হারিয়ে রানার্সআপ হয় ভিক্টোরিয়া। এদিকে বিজয় দিবস হ্যান্ডবলে মেয়েদের ফাইনালে আনসার ৪২-১৫ গোলে টিএইচটি লায়ন জামালপুরকে হারিয়ে শিরোপা জিতে নেয়। অন্যদিকে ছেলেদের বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩২-২৮ গোলে আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। এ সময় আনসারের উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) জিয়াউল হাসান, সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির এবং হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর উপস্থিত ছিলেন।