ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হঠাৎ কেন দেশে ফিরলেন কোহলি

হঠাৎ কেন দেশে ফিরলেন কোহলি

দক্ষিণ আফ্রিকায় দারুণ সময় কাটছে ভারতের। এরমধ্যেই টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে সফরকারিরা। এবার তাদের লক্ষ্য টেস্ট সিরিজ জিতে নেয়া। এই সিরিজে খেলার কথা রয়েছে সাবেক অধিনায়ক বিরাট কোহলির। কিন্তু সিরিজ শুরুর আগে হুট করেই দেশে ফিরেছেন তিনি। এদিকে টেস্ট সিরিজ শুরুর আগে ইনজুরি বেশ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত দলের জন্য। মোহাম্মদ শামি ও ইশান কিষাণের পর এবার টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। তাদের সঙ্গে কোহলির হঠাৎ দেশে ফেরা দুশ্চিন্তা বাড়িয়েছে ভারতীয় সমর্থকদের। টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরেছেন কোহলি। তবে জানা গেছে খুব শিগগিরই ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকায়। সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের আগে টেস্ট স্কোয়াডে আবার যোগ দিতে পারেন তিনি।

দুই টেস্ট সিরিজের আগে অধিনায়ক রোহিত শর্মা এবং জাসপ্রিত বুমরাহসহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের জন্য একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেননি কোহলি। গুঞ্জন রয়েছে সন্তানসম্ভবা কোহলির স্ত্রী আনুশকা শর্মা। বিশ্বকাপের পরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর গুঞ্জনও ছিল। যদিও তেমন কিছু দেখা যায়নি। তবে বিশ্বকাপের পর থেকেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন কোহলি। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান রুতুরাজ। যে কারণে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। আঙুলের সেই চোট সেরে না ওঠায় এবার ছিটকে গেলেন টেস্ট সিরিজ থেকেও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত