টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে না ইবাদতের

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে হাঁটুর চোটে পড়েন ইবাদত হোসেন। যে কারণে এশিয়া কাপের পর ওয়ানডে বিশ্বকাপেও খেলা হয়নি এই গতি তারকার। এরই মধ্যে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই টাইগার পেসারকে পাওয়া যাবে না- এমন শঙ্কার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জুলাইতে চোটে পড়া ইবাদতের পায়ে লন্ডনে অস্ত্রোপচার করা হয় অগাস্টের ৩০ তারিখ। এরপর থেকেই পুনর্বাসনে আছেন তিনি। তার চোট সেরে উঠতে যে লম্বা সময় লাগবে সেটা তখন নিশ্চিত করেছিলেন চিকিৎসকরাও। দীর্ঘ ও ক্লান্তিকর পুনর্বাসন প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে আরও মাস সাতেক। গতকাল মঙ্গলবার নিজের বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু জানান আগামী ক্রিকেট মৌসুমের আগে ফেরা হচ্ছে না ২৯ বছর বয়সি পেসারের, ‘আমার মনে হচ্ছে পরের মৌসুম দিয়ে ইবাদতের শুরু করার সম্ভাবনা আছে। মানে আমাদের ঘরোয়া মৌসুম আগস্ট- সেপ্টেম্বরে। এর আগে সম্ভব না। এরকম একটা তথ্য আমাদের কাছে আছে। চূড়ান্ত আপডেট মেডিকেল থেকে না আসলে বলতে পারছি না।’ আগামী জুন মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়ন্টি বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই চোটের কারণে ওয়ানডে এশিয়া কাপ, বিশ্বকাপ হাতছাড়া করা ইবাদতের সেখানে থাকা হবে না। ইবাদত টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন মাত্র ৪টি। উইকেট ৭টি। টি-টোয়েন্টিতে খুব অভিজ্ঞ না হলেও উইকেট নেয়ার দক্ষতায় দলের গুরুত্বপূর্ণ এক সদস্য হয়ে উঠেছেন। ওয়ানডেতে নিয়েছেন ১২ ম্যাচে ২২ উইকেট। তাই বিশ্বকাপে তাকে না পেলে সেটা বড় ধাক্কাই হতে যাচ্ছে। এদিকে চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা তাসকিন আহমেদ শুরু করেছেন অনুশীলন। গতকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেছে তাকে। গত ৮ জুলাই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময় পা হড়কে পড়ে যান ডানহাতি পেসার। বাম পায়ের হাঁটুর চোটে বোলিং অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হয় তাকে। তবে প্রাথমিক পর্যবেক্ষণের পর জানানো হয়েছিল চোট গুরুতর নয়। সেই পর্যবেক্ষণ যে যথাযথ ছিল না, তা প্রমাণ হয়েছে পরে।