ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খাজার কৌশলে কুপোকাত আইসিসি

খাজার কৌশলে কুপোকাত আইসিসি

যুগ যুগ ধরে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে ইসরাইল। বর্তমানেও সেখানে দখলদার ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে লড়ে যাচ্ছেন উসমান খাজা। পার্থ টেস্টে ফিলিস্তিনকে সমর্থন জানাতে কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার। সেই ম্যাচেই মানবাধিকারের সমর্থনে জুতা পরতে বাধা দেয়া হয় তাকে। তবে খাজাকে দমিয়ে রাখা যায়নি শেষ পর্যন্ত। নেটে অনুশীলন করার সময় খাজাকে পরতে দেখা গেছে ডাভ পাখি দেয়া ‘শান্তি চিহ্ন’ সম্বলিত জুতা। সেই চিহ্নটি ছিল তার ব্যাটেও। এরপর আইসিসির পক্ষ থেকে জারি করা হয় নিষেধাজ্ঞা। পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে নামার আগে ফের আইসিসির তোপের মুখে পড়েন উসমান খাজা। ব্যাটে ও জুতায় ডাভ পাখি দেয়া ‘শান্তি চিহ্ন’ও লাগাতে পারবেন না, সাফ জানিয়ে দেয় আইসিসি। বাধা পেয়ে ভিন্ন কৌশলে এগোলেন এই অজি তারকা। এবার জুতায় নিজের দুই মেয়ের নাম লিখে নেমেছেন মাঠে। ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ফিলিস্তিনের আক্রান্ত মানুষের প্রতি সংহতি জানাতে চেয়েছিলেন খাওয়াজা। পার্থ টেস্টের আগে অনুশীলনে জুতায় ‘ফ্রিডম ইজ হিউম্যান রাইটস’ এবং ‘অল লাইভস আর ইকুয়াল’ লিখলেও অনুমোদন না থাকায় ম্যাচে তা ঢেকে রাখেন। পরে কালো ‘আর্মব্যান্ড’ পরে নামেন মাঠে। খেলায় রাজনীতি মেশানোয় আইসিসি তাকে ভর্ৎসনা করে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে অনুশীলনে শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়েছিলেন। প্রতিবাদ হিসেবে ম্যাচেও তা রাখার অনুমতি চান তিনি। এই অনুমতিও দেয়নি আইসিসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত