রহমতগঞ্জে হোঁচট খেল পুলিশ এফসি

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

স্বাধীনতা কাপ শেষ হতেই শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। লিগের মাঝেই এবার পর্দা উঠল ফেডারেশন কাপের। শুরুর দিনেই রহমতগঞ্জের কাছে হোঁচট খেয়েছে পুলিশ ফুটবল ক্লাব। গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত মাচটি ২-২ গোলে ড্র হয়। মূলত ঘানার দুই স্ট্রাইকারের নৈপুণ্যেই পুলিশের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে পুরান ঢাকার ক্লাবটি। অন্যদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে ফর্টিজ এফসিকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরে ম্যাচ ড্র করে। ম্যাচের ১৮ মিনিটে পুলিশ এগিয়ে যায় শাহেদ মিয়ার গোলে (১-০)। ৪১ মিনিটে কর্নার থেকে হেড করে সমতা আনেন ঘানার স্ট্রাইকার স্যামুয়েল কোনি (১-১)। ৬৮ মিনিটে পেনালটি থেকে গার্সিয়া গোল করলে পুলিশ আবার লিড নেয় (২-১)। সেই লিড অবশ্য দশ মিনিটের বেশি টেকেনি। মিনিট আটেক পর পেনাল্টি থেকে ঘানার আরেক স্ট্রাইকার আর্নেষ্ট বোয়েটংয়ের গোলে রহমতগঞ্জ ম্যাচে পুনরায় সমতা আনে (২-২)। প্রধান কোচ ছাড়াই রহমতগঞ্জ লিগে আবাহনীকে রুখে দিয়েছিল। এবার ফেডারেশন কাপে তারা রুখে ধিল পুলিশকে। এই ড্রয়ে ‘এ’ গ্রুপে পুলিশ ও রহমতগঞ্জ দুই দলের পয়েন্ট এক করে। এই গ্রুপের তৃতীয় দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগের মতো ফেডারেশন কাপেও শুভ সূচনা করেছে কিংস। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে ফর্টিজ এফসিকে। ম্যাচের ১১ মিনিটেই একমাত্র জয়সূচক গোলটি করেন কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ। মধ্যমাঠ থাকা বাড়ানো উড়ন্ত বলে বক্সের সামনেই বল পান ডরিয়েলটন। ফর্টিজের ডিফেন্ডার ডরিয়েল্টনকে বাধা না দিয়ে খানিকটা পাশে সড়ে যান। গোলকিপার সামনে এগিয়ে না এসে উল্টো পেছনে যান। এমন সহজ পরিস্থিতিতে গোল করতে ভুল করেননি কিংসের ব্রাজিলিয়ান (১-০)। লিগের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে আসা তপু বর্মণ সুযোগ পেয়েছিলেন এই ম্যাচে। যদিও তিনি একাদশে ছিলেন না। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া আরেক ফুটবলার গোলকিপার আনিসুর রহমান জিকোকে অস্কার ব্রুজেন একাদশে সুযোগ দিয়েছেন। জিকো কোচের আস্থার প্রতিদান দিয়েছেন কোনো গোল হজম করেননি। ‘সি’ গ্রুপে এক জয়ে টেবিলের শীর্ষে কিংস। এই গ্রুপের তৃতীয় দল শেখ রাসেল ক্রীা চক্র লিমিটেড। ফেডারেশন কাপ সপ্তাহে একদিন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনের কারণে দুই সপ্তাহ বিরতি দিয়ে ফেডারেশন কাপের পরবর্তী ম্যাচ হবে ১৬ জানুয়ারি।