২০৩৬ অলিম্পিক

আহমেদাবাদে তৈরি হচ্ছে পাঁচ নতুন স্টেডিয়াম

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

২০৩৬ অলিম্পিক গেমসের আয়োজক হতে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে ভারত। আহমেদাবাদে পাঁচটি নতুন স্টেডিয়াম তৈরির কাজ শুরু করেছে তারা। আর এই পাঁচটি স্টেডিয়াম তৈরি হতে চলেছে ২০৩৬ অলিম্পিক গেমসের আগেই।

নতুন স্টেডিয়ামগুলো তৈরির মধ্যে দিয়ে ভারত ২০৩৬ অলিম্পিক গেমসের আয়োজক হিসেবে নিজেদের দাবিকে আরো বেশি শক্তপোক্ত করতে চায়। যে নতুন পাঁচটি স্টেডিয়াম তৈরির কথা হয়েছে, তার মধ্যে একটি হবে অলিম্পিক মানের ফুটবল অ্যারেনা। বাকি চারটির মধ্যে দুটি হবে ইনডোর অ্যারেনা। একটি অ্যাকোয়াটিক অ্যারেনা এবং আর একটি টেনিস স্টেডিয়াম তৈরির কথা চিন্তা করা হয়েছে। প্রসঙ্গত, গুজরাটের আহমেদাবাদে ইতিমধ্যেই তৈরি হয়েছে ১ লাখ ধারণক্ষমতা সম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়াম। যেখানে মাসখানেক আগেই আয়োজন করা হয়েছিল ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। ২০৩৬ সালে ভারত আমদাবাদে যে অলিম্পিক গেমস আয়োজন করার চেষ্টা করছে তাতে এই স্পোর্টস কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মত বিশেষজ্ঞদের।