ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অসংখ্য সুযোগ নষ্টের আক্ষেপে পুড়ছে আর্সেনাল

অসংখ্য সুযোগ নষ্টের আক্ষেপে পুড়ছে আর্সেনাল

প্রতিপক্ষের বক্স স্পর্শ ৭৭টি, গোলের জন্য শট ৩০টি- এরপরও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে জালের দেখা পায়নি আর্সেনাল। দুই অর্ধের দুই গোলে উল্টো হেরেছে মিকেল আর্তেতার দল। অসংখ্য সুযোগ নষ্ট করে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফেরার সুযোগ। প্রতিপক্ষের মাঠে গত বৃহস্পতিবার রাতে ২-০ গোলে জিতেছে ওয়েস্ট হ্যাম। ত্রয়োদশ মিনিটে তমাস সুচেকের গোলে এগিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কনস্তানদিনোস মাভ্রোপানোস। চলতি মৌসুমে ফিনিশিংয়ে বেশ ভুগছে আর্সেনাল। শীর্ষ চারে থাকা লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার চেয়ে অনেক কম গোল করেছেন দলটির ফরোয়ার্ডরা। প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচ পর দলটির সর্বোচ্চ ব্যক্তিগত গোল শুধু ৫, করেছেন বুকায়ো সাকা। সিটির আর্লিং হলান্ড করেছেন ১৪ গোল। লিভারপুলের সালাহর গোল ১২টি। ওয়েস্ট হ্যামের বিপক্ষে শুরুর একাদশে থাকা আর্সেনালের তিন ফরোয়ার্ড সাকা, গাব্রিয়েল জেসুস ও গাব্রিয়েল মার্তিনেল্লির মিলিত গোল কেবল ১০। বিবর্ণ এই পরিসংখ্যান কিছুটা ভালো করার অসংখ্য সুযোগ নষ্ট করেছেন তারা। প্রতিপক্ষের গোলমুখে খেলোয়াড়দের এই নিদারুণ ব্যর্থতায় ভীষণ হতাশ কোচ আর্তেতা। ‘আমরা ১০০ মিনিট ধরে আধিপত্য দেখিয়েছি। যখন বড় পরিস্থিতি এসেছিল, তখন বক্সে আমাদের অরক্ষিত কিছু খেলোয়াড় ছিল।’ ফিনিশিংয়ে ব্যর্থতার জন্য শুধু ফরোয়ার্ডদের দায় না দিয়ে পুরো দলকেই এগিয়ে আসার তাগিদ দিলেন অধিনায়ক মার্টিন ওডেগোর। ‘এটা ছিল সেই সব রাতের একটি। আমরা অসংখ্য সুযোগ পেয়েছিলাম, কিছু গোল করার মতো যথেষ্ট কাজ করেছিলাম। কিন্তু আমরা প্রতিপক্ষের বক্সে যথেষ্ট ভালো ছিলাম না।’ ‘গোল না পাওয়ার দায় কেবল কিছু খেলোয়াড়ের নয়। প্রতিপক্ষের গোলমুখে আমাদের উন্নতি প্রয়োজন এবং পুরো দলেরই সেটা করতে হবে।’ ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্সেনাল। ১ পয়েন্ট কম নিয়ে তিনে অ্যাস্টন ভিলা। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আপাতত চারে ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত