জাতীয় সংগীত বাজাতে বাধা

সৌদিতে তুরস্কের সুপার কাপ স্থগিত

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতে না দেওয়া এবং তুরস্কের জাতীয় সংগীত বাজাতে না দেওয়ায় সৌদি আরবে আয়োজিত তুর্কি সুপার কাপ স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৪৫ মিনিটে সৌদির রাজধানী রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে তুর্কি সুপার কাপ হওয়ার কথা ছিল। ২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে দর্শকসমাগমও ছিল বেশ। কিন্তু সৌদি কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সংগীত গাইতে না দেওয়ায় এবং ওয়ার্মা-আপের সময় কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতে না দেওয়ায় গ্যালাতাসারাই ও ফেনেরবাচের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে বেরিয়ে যান। খবর রয়টার্স। এদিকে আয়োজকরা দাবি করেছেন ক্লাব দুটি ম্যাচের নিয়মকানুন মানেনি।