ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ রাসেল চ্যাম্পিয়ন

শেখ রাসেল চ্যাম্পিয়ন

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রিকেট একাডেমি। গতকাল রোববার ঢাকা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পলটনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৩ রান করে শেখ রাসেল ক্রিকেট একাডেমি। জবাবে ব্যাট করতে নেমে ৬৩ রানেই সবক’টি উইকেট হারিয়ে বসে স্মার্ট একাডেমি।

ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ হন শেখ রাসেল ক্রিকেট একাডেমির মো. আফসার আলী। খেলা শেষে জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) আ. ন. ম. তরিকুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তরিকুল ইসলাম বলেন, ‘এখান থেকে খেলোয়াড় বাছাই করে আরো উন্নত প্রশিক্ষণের আয়োজন করা হবে।’

ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক এসআইএম ফেরদৌস আলম বলেন, ‘শিগগিরই ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে লেগ স্পিনার ক্রিকেট হান্ট ক্যাম্প হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত