ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘এ নিয়ে তিনবার সুযোগ এলো, এবারও মিস হলো’

‘এ নিয়ে তিনবার সুযোগ এলো, এবারও মিস হলো’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই কাড়ি কাড়ি টাকা, তারকা খ্যাতি। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটি এমন এক উচ্চতায় পৌঁছে গেছে যে প্রায় সব ক্রিকেটারেরই স্বপ্নের মঞ্চে পরিণত হয়েছে। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদও। একাধিকবার আইপিএলে খেলার সুযোগ এসেছিল এই গতি তারকার। ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তিতে চুক্তি করেননি এই পেসার। একই কারণে এবার আইপিএল নিলামে নাম দিয়েও শেষ মুহূর্তে সরিয়ে নিয়েছেন।

বোর্ডের সিদ্ধান্তে আপত্তি না থাকলেও আইপিএলের মতো লিগে খেলতে না পারায় খানিকটা আফসোস আছে তাসকিনের। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারাটা যেকোনো ক্রিকেটারের জন্যই আশার। বিশেষ করে আর্থিক দিক বিবেচনা করলে জাতীয় দলের চেয়েও বেশি আয়ের সুযোগ থাকে এসব লিগে। তাসকিনের মতো একজন ক্রিকেটারের জন্য সেই সুযোগ হাতছাড়া করাটা আর্থিকভাবে ক্ষতিরই বটে। আইপিএলে না খেলতে পারা প্রসঙ্গে তাসকিন বলেন, ‘এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’ বাংলাদেশের অন্যান্য পেসারের মতোই তাসকিনেরও চোটের প্রবণতা আছে। তাছাড়া বাংলাদেশের বর্তমান পেস বিভাগের মূল দায়িত্ব তার কাঁধেই। চোট আর জাতীয় দলের খেলা সবমিলিয়ে তার জন্য আইপিএলের মতো দীর্ঘ সময়ের আসরে খেলাটা চ্যালেঞ্জিংই। তাসকিন বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’ নিউজিল্যান্ডের মাটিতে পেসারদের ভালো করা নিয়ে এই তারকা পেসার বলেন, ‘এটা খুবই শান্তির একটা বিষয়। পারসোনালি আমি যখন ম্যাচগুলো দেখতেছিলাম সবাই এতো দারুণ বোলিং করেছে মাশা-আল্লাহ। এটা খুবই স্বস্তির, কারণ দিনশেষে পেসারদের দাপটে আমরা এই প্রথম নিউজিল্যান্ডে জয় পেয়েছি, এটা পেস বোলার হিসেবে অনেক শাস্তির আসলে। যদিও অবশ্য আমি মিস করেছি।’ এদিকে তাসকিন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পুরোদমে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার কাঁধের যে সমস্যা ছিল সেটাও সেরে গেছে বলে জানান তাসকিন। ‘জ্বি আল্লাহ রহমতে আগের থেকে ভালো। একটু কাঁধে সমস্যা হয়েছিল। এখন মাশাল্লাহ আগের থেকে ভালো। বিপিএলটাই টার্গেট, যে বিপিএল দিয়ে আবার শুরু করা। ইচ্ছা আছে নতুন বছরের শুরুটা আবার ভালো হোক, ইনশাল্লাহ এটাই।’ খেলার বাইরে থাকলেও তাসকিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শতভাগ ফিট হয়ে বাইশ গজে ফেরার জন্য। একাডেমি মাঠে বেশ কিছুদিন ধরেই চলছিল তার সেশন। নিজের বোলিংয়ে ফেরা নিয়ে তাসকিন বলেন, ‘ফুল রান আপে শুরু করেছি অলরেডি। এখনও করতেছি। এই নিয়ে পাঁচটা সেশন বোলিংও করলাম। আগের থেকে বেটার ফিল হচ্ছে। এখনও আসলে বিপিএল আসতে প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় সব ঠিক থাকলে ওইটা দিয়ে শুরু করার টার্গেট। এখন পর্যন্ত বিপিএলটাই ফাইনাল।’

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত