ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাজী সালাউদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া

কাজী সালাউদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া

কাজী মো. সালাউদ্দিন বাংলাদেশের ফুটবলের জীবন্ত কিংবদন্তি। দেশের ক্রীড়াঙ্গনের প্রথম মহাতারকা। বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালন করছেন। যার ঝাঁকড়া চুলে ঢেউ খেলিয়ে ফুটবল নিয়ে ড্রিবল এখনো অনেকের স্মৃতিতে তাজা। কিন্তু স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম এই সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। হৃদযন্ত্রের সমস্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। কাজী সালাউদ্দীনের সুস্থতা কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর রাজধানীর পূর্ব গোড়ান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় এ আয়োজন করা হয়। ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাবেক আহ্বায়ক, মহিলা ফুটবল কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্ট কমিটির সদস্য গাজী সারোয়ার হোসেন বাবুর উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আখতার হোসাইন। দোয়ার আগে ৩০ জন কোরআনে হাফেজ দ্বারা পবিত্র কোরআনের খতম করানো হয়। মাদ্রাসায় অবস্থান করা এতিম শিক্ষার্থীসহ ২০০ জন শিক্ষার্থীর জন্য তিন বেলা উন্নত খাবারের ব্যবস্থা করা হয়। দোয়া ও মিলাদের পূর্বে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, কাজী সালাউদ্দিন দেশের রত্ন। বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার যুদ্ধে সময় ক্রীড়া অঙ্গণ থেকে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীন বাংলা ফুটবল টিমের অন্যতম খেলোয়াড় হিসেবে দেশে ও দেশের বাহিরে স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত গঠনে বিরাট ভূমিকা রাখেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মুক্তিযোদ্ধা হিসেবে একজন ফুটবল যোদ্ধার ভূমিকা পালন করেছিলেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ আমরা তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেনো তাকে দ্রুত সুস্থতা দান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত