ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘এটা আমার শেষ অবলম্বন, এটি ফিরে পেতে চাই’

‘এটা আমার শেষ অবলম্বন, এটি ফিরে পেতে চাই’

বিদায়ি টেস্টের আগেই বিপাকে পড়েছেন ডেভিড ওয়ার্নার। চুরি হয়ে গেছে তার ‘ব্যাগি গ্রিন’ টুপি। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ব্যাগ চুরি হয়েছে অস্ট্রেলিয়ান তারকার। হারিয়ে যাওয়া ব্যাগে ছিল সেই টুপি। জীবনের শেষ টেস্ট খেলতে নামার আগে ব্যাগি গ্রিন টুপি হারিয়ে যাওয়ায় হতাশ ওয়ার্নার। টুপির জন্য পুরস্কার ঘোষণা করেন অজি ওপেনার। ওয়ার্নারের ঘরের মাঠে আজ শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট। এই সিডনি টেস্ট দিয়ে অবসরের ঘোষণা আগেই দিয়ে রেখেছেন তিনি।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাপটির হারানোর খবর জানিয়ে সেটা ফেরত পাওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন ওয়ার্নার। ইন্সটগ্রামে এক বার্তায় এটিকে নিজের শেষ সম্বল হিসেবে উল্লেখ করেছেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। ওয়ার্নারের কথা অনুযায়ী, মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলে সিডনিতে যাওয়ার সময় লাগেজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে তার ব্যাকপ্যাক। ওই ব্যাকপ্যাকের ভেতরেই ছিল তার ব্যাগি গ্রিন ক্যাপ। যিনি এমন কাজ করেছেন, ক্যাপ ফিরে পেতে ওই ব্যক্তিকে নিজের কাছে থাকা অন্য একটি ব্যাকপ্যাক দিতেও রাজি ওয়ার্নার। ‘আমার ব্যাকপ্যাকটি লাগেজ থেকে সরিয়ে নেয়া হয়েছে, যেখানে ব্যাগি গ্রিনটি রাখা ছিল। কিছু দিন আগে কোয়ান্টাসের ফ্লাইটে এটি মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে এসেছে। কোয়ান্টাস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিজেদের সব ক্যামেরার ভিডিও দেখেছে, কিন্তু কাউকে ব্যাগ খুলতে দেখা যায়নি।’ ভিডিওবার্তায় আবেগজড়িত কণ্ঠে ব্যাকপ্যাকটি ফিরে পাওয়ার আবেদন করেন ওয়ার্নার। ‘এটা আমার শেষ অবলম্বন। লাগেজের ভেতর একটা ব্যাগপ্যাকে (পিঠের ব্যাগ) আমার ব্যাগি গ্রিন ছিলো। সেই ব্যাকপ্যাক যখন মেলবোর্ন থেকে সিডনি যায় তখন তা নিয়ে নেয়া হয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে আমার আবেগ, আমি এটি ফিরে পেতে চাই।’ ওয়ার্নার সম্ভাব্য চোরকে ইঙ্গিত করে বলেছেন তিনি গোপনীয়তা রক্ষা করে প্রয়োজনে আরেকটি ব্যাকপ্যাক দিয়ে দেবেন, শুধু ক্যাপটা যেন ফেরত দেয়া হয়, ‘আপনি যদি ব্যাকপ্যাকটি চেয়ে থাকেন, আমার কাছে বাড়তি একটা আছে। আপনার কোন সমস্যা হবে না আমি দিয়ে দেব। আপনি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করেন, আমি খুশিমনে দিয়ে দেব।’ ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, ওই ব্যাকপ্যাকের মধ্যে ওয়ার্নারের দুইটি ব্যাগি গ্রিন ছিল। এটি তার অভিষেকের সময় পাওয়া। যা পরে ক্যারিয়ারের ১১১ টেস্টের বেশিরভাগ খেলেছেন তিনি। অন্যটি ২০১৭ সালে পাওয়া বিকল্প ব্যাগি গ্রিন, যা প্রথমটি হারিয়ে ফেলার পর তাকে দেওয়া হয়। যদিও পরে তার স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার ঘরের মধ্যেই একটি ব্যাগে প্রথম ব্যাগি গ্রিনটি খুঁজে পান। ওয়ার্নারের প্রিয় জিনিসটি ফিরিয়ে দিতে প্রয়োজনে অস্ট্রেলিয়ান সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ‘আমার মতে এখন অস্ট্রেলিয়া সরকারের উচিত সারা দেশে খোঁজ লাগানো। এটি ফিরে পেতে হয়তো সেরা গোয়েন্দাদেরও প্রয়োজন পড়তে পারে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত