ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোচ মিলন এখন রহমতগঞ্জে

কোচ মিলন এখন রহমতগঞ্জে

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) ফর্টিজ এফসি এবং ব্রাদার্স ইউনিয়নকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন। সেই পুরস্কার পেলেন সাবেক গোলরক্ষক জাহিদুর রহমান মিলন। পেশাদার লিগের দ্বিতীয় স্তরের ক্লাব থেকে সরাসরি প্রিমিয়ার লিগ ক্লাবের কোচ হলেন। হাল আমলে ঢাকার মাঠের অন্যতম জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জের দায়িত্ব নিলেন ৫৩ বছর বয়সি এই কোচ। নতুন বছরের প্রথম দিনেই ক্লাবের সঙ্গে চুক্তি হয়েছে তার। চলমান লিগে পুরনো ঢাকার দলটির হয়ে পরের ম্যাচ থেকেই পুরান ঢাকার ডাগ আউটে দেখা যাবে মিলনকে। দেড় যুগ আগে শেখ রাসেল ক্রীড়া চক্রে প্রয়াত ওয়াজেদ গাজীর সহকারী হয়ে কোচিং শুরু করেছিলেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরামবাগ, ফেনী সকার, নবাবপুর ক্রীড়া চক্রের হয়ে ডাগ আউটে দাঁড়ানোর অভিজ্ঞতাও হয়েছে। এর মধ্যে ফেনী সকারকে একবার প্রিমিয়ার লিগে শীর্ষ চার দলের পর্যায়ে নিয়ে যাওয়ার রেকর্ডও রয়েছে তার। এছাড়া ফর্টিজ ও ব্রাদার্সকে প্রিমিয়ার লিগে জায়গা করে দিয়েছেন। শুরু থেকে কোচের দায়িত্ব পালন করা কামাল বাবু স্বাধীনতা কাপের শুরুর দিকে দল ছেড়ে গেছেন। তার পর লিগে প্রধান কোচ ছাড়াই আবাহনী লিমিটেডকে রুখে দেয় রহমতগঞ্জ। এবার পুরান ঢাকার ক্লাবটির দায়িত্ব নিয়ে মিলন বলেন, ‘রহমতগঞ্জ একটি ভালোমানের দল। আগের চেয়ে এবারের দলটি আরও শক্তিশালী মনে হচ্ছে। সুযোগ আসায় কোচের দায়িত্ব নিয়েছি। লিগে পয়েন্ট তালিকায় চার থেকে পাঁচের মধ্যে থাকতে পারলে ভালো লাগবে। আশা করি ভালো কিছু হবে।’ রহমতগঞ্জের কর্মকর্তা ইমতিয়াজ হামিদ সবুজ বলেন, ‘আমাদের দল ভালো। এখনো ভালোমানের কোচ। এখন যদি উনি ছেলেদের কাছ থেকে ভাল খেলা আদায় করে নিতে পারেন, তাহলে আমরা লিগ টেবিলের উপরের দিকে থাকতে পারবো।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত