ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাবিনার চাওয়া আন্তর্জাতিক ম্যাচ একধাপ উপরে যেতে চান জামাল

সাবিনার চাওয়া আন্তর্জাতিক ম্যাচ একধাপ উপরে যেতে চান জামাল

নতুন বছরে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় দেশের ফুটবলের। নতুন বছরে নিজেদের চাওয়া জানিয়েছেন বাংলাদেশ নারী এবং পুরুষ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং জামাল ভূঁইয়া। সাবিনার চাওয়া আরো বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা।

আর জামাল ভূঁইয়ার চাওয়া গত বছরের চাইতে নিজেদের আরো একধাপ উপরে নিয়ে যাওয়া। সাফ জয়ের পর বাংলাদেশ নারী ফুটবল দলকে ঘিরে সকলের প্রত্যাশার পারদ তুঙ্গে রয়েছে। এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নিয়েছিল নারী ফুটবল দল। আসরে তেমন ভালো করতে না পারলেও অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে বলে জানিয়েছেন সাবিনা। এরপর ডিসেম্বরে সিঙ্গাপুরের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছেন সাবিনারা। বছরের শেষটা জয় দিয়ে করলেও এ বছর আরো বেশি আন্তর্জাতিক ম্যাচ চান সাবিনা।

তিনি বলেন, ‘এশিয়ান গেমসে মেয়েদের অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। বছরের শেষটা আমাদের ভালো বলা যায়। সিঙ্গাপুরের বিপক্ষে আমরা দুটি প্রীতি ম্যাচ খেলেছি। সেই দুইটা আমরা ভালোভাবে শেষ করেছি। বছরটা ভালোভাবে শেষ হয়েছে। সাফকে ঘিরেই সবার জল্পনা-কল্পনা। আমার দিনগুলোও সাফকে ঘিরেই কাটছে’- যোগ করেন তিনি। ঘরোয়া ফুটবল এবং আন্তর্জাতিক ম্যাচ আরো বেশি হলে দলের আরো উন্নতি হবে বলে মনে করেন সাবিনা। তিনি বলেন, ‘ঘরোয়া ম্যাচ আরো বেশি খেলতে পারলে আরো ভালো হবে। আরো বেশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারলে আমাদের আরো উন্নতি করা সম্ভব। এ বছর সাফ চ্যাম্পিয়নশিপ আছে। এর আগে অবশ্যই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত