ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আইসিইউ থেকে কেবিনে সালাউদ্দিন

আইসিইউ থেকে কেবিনে সালাউদ্দিন

দেশের ক্রীড়াঙ্গনের প্রথম মহাতারকা ফুটবলের জীবন্ত কিংবদন্তি কাজী মো. সালাউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৮ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির বাইপাস সার্জারি হয়। গতকাল বৃহস্পতিবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। অস্ত্রোপচার হওয়ার পর থেকে আইসিইউতে ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম এই সদস্য। সাধারণত সার্জারি পরবর্তী বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের জন্য ৩-৪ দিন আইসিইউতে রাখা হয়। বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় সালাউদ্দিনকে একটু বেশি সময় আইসিইউতে থাকতে হয়েছে। সাধারণ কেবিন থেকে কিছু দিনের মধ্যেই বাসায় যেতে পারেন বাফুফে সভাপতি। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে সালাউদ্দিন হাসপাতালে ভর্তি হন বিজয় দিবসের পরপরই। এনজিওগ্রাম ও নানা পরীক্ষায় তার ব্লক ধরা পড়ে। শারীরিক পরিস্থিতি বিদেশে নেয়ার অনুকূলে না থাকায় ভর্তিকৃত হাসপাতালেই বাইপাস সার্জারির সিদ্ধান্ত হয়। কাশি ও অন্য জটিলতার জন্য কয়েক দফা অস্ত্রপচারের সময় বদলেছে।

অবশেষে ২৮ ডিসেম্বর ছয় ঘন্টা ব্যাপী অপারেশন সফল হয়। ফুটবল কিংবদন্তি কাজী সালাউদ্দিনের আনুষ্ঠানিক বয়স এখন ৭০। এই বয়সে বাফুফে ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৪ বছর সালাউদ্দিন ফেডারেশনের সভাপতির দায়িত্বে থাকলেও সাম্প্রতিক কয়েক মাসে তাকে অতিরিক্ত চাপ নিতে হয়েছে। বিশেষ করে তার আস্থাভাজন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের ফিফা কর্তৃক নিষেধাজ্ঞার পর। ফেডারেশন ছাড়াও সত্তর বয়সী সালাউদ্দিনকে ব্যবসায়িক, সামাজিক নানা কাজে ব্যস্ত থাকতে হয়। উল্লেখ্য, বিজয় দিবসে বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নামফলক উন্মোচন করেন কাজী সালাউদ্দিন। এরপরই অসুস্থ হয়ে শরণাপন্ন হন চিকিৎসকের। ১৭ ডিসেম্বের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে সিদ্ধান্ত নেয়া হয় বাইপাস সার্জারির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত