ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রেমিকাকে খুন করা সেই ‘ব্লেড রানার’ কারামুক্ত

প্রেমিকাকে খুন করা সেই ‘ব্লেড রানার’ কারামুক্ত

অবশেষে মুক্তি পেলেন অস্কার পিস্টোরিয়াস। প্যারোলে মুক্তিলাভে অবসান ঘটল তার ১১ বছরের বন্দি জীবনের। ১১ বছর আগে প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে গুলি করে খুন করেছিলেন পিস্টোরিয়াস। ২০১২ লন্ডন অলিম্পিকে দৌড়েছেন দুই পা বিহীন এই ব্লেড রানার। প্যারোলে তার মুক্তির সিদ্ধান্ত বিতর্ক উস্কে দিয়েছে দক্ষিণ আফ্রিকায়। ২০১৩ সালের ভ্যালেন্টাইন’স ডেতে ২৯ বছর বয়সি বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস। এতে ১৩ বছরের জেল হয় তার। অর্ধেকের বেশি সাজা খেটে গতকাল শুক্রবার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। ব্লেড রানার হিসেবে পরিচিত এই অ্যাথলেট তিনটি প্যারালিম্পিক আসরে অংশ নিয়ে জেতেন ছয়টি স্বর্ণ। প্রথম শারীরিক প্রতিবন্ধী অ্যাথলেট হিসেবে ২০১২ লন্ডন অলিম্পিকে অংশ নিয়ে গড়েন ইতিহাস। তবে এখন তার পরিচয়-সাজাপ্রাপ্ত খুনি। তার সাজার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৯ সালে। সেই সময় পর্যন্ত বিভিন্ন শর্ত মানতে হবে তাকে। এর কোনোটি ভাঙলে জেলে ফিরে যেতে হতে পারে ৩৭ বছর বয়সি পিস্টোরিয়াসকে। দক্ষিণ আফ্রিকায় প্যারোলে থাকা অন্যদের মতো এই সময়ে তিনিও গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার দিতে পারবেন না। পিস্টোরিয়াসের মতো হাইপ্রোফাইল একজনের প্যারোলে মুক্তি অস্বাভাবিক। এতে যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। সাধারণত বিচারে একজন খুনি প্রমাণিত হলে দশকের পর দশক জেলে কাটাতে হয়। পিস্টোরিয়াসের ক্ষেত্রে সেটি হচ্ছে না। আট বছরেরও কম জেল খেটে মুক্তি পাচ্ছেন তিনি। স্টিনক্যাম্পের স্বজন ও বন্ধুরা এটা মোটেও ভালোভাবে নিচ্ছেন না। গত নভেম্বরে প্যারোলের শুনানির সময় স্টিনক্যাম্পের মা জুন বলেছিলেন, তিনি বিশ্বাস করেন না পিস্টোরিয়াসের পুনর্বাসন হয়েছে। ‘ডাকাত এসেছে ভেবে তার গুলি চালানোর কথা আমার বিশ্বাস হয় না। আমি জানি না, কেউ এই কথা বিশ্বাস করে কি না। পুনর্বাসনের জন্য প্রয়োজন নিজের অপরাধ এবং এর পরিণতির ব্যাপারে একজনের সততা।’ ‘যদি এক্ষেত্রে কেউ পুরোপুরি সততা না দেখায়, তাহলে কেউই বলতে পারবে না যে, সে আসলে অনুতপ্ত। কারো মধ্যে যদি অনুশোচনার প্রকাশ না থাকে, তাহলে তার পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা যাবে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত