‘বাফুফের সঙ্গে বিকেএসপি’র ভুল বোঝাবুঝি অবসান হয়েছে’

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দেশের ক্রীড়াঙ্গনের পাইপলাইন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। সম্প্রতি খেলোয়াড় জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল বিকেএসপি। বিকেএসপির আপিলের প্রেক্ষিতে বাফুফে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা প্রত্যাহার করে। গত বৃহস্পতিবার বিকেলে বিকেএসপির কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি বলেন, ‘বিকেএসপি ও বাফুফের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। বিকেএসপির আপিলের মধ্য দিয়ে দুই পক্ষের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আগামীতে বিকেএসপির খেলোয়াড়রা যেন আরো স্বচ্ছ প্রক্রিয়ায় ফেডারেশনের আয়োজিত প্রতিযোগিতায় খেলতে পারে, সেই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে।’ বিকেএসপির খেলোয়াড়দের আগামীতে বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানে প্রেরণ করলে সেখানে আরো সতর্কতা অবলম্বনের বিষয়ে গুরুত্ব দিয়ে বিকেএসপির মহাপরিচালক ব্যক্তি বলেন, ‘আগামীতে বিকেএসপির খেলোয়াড়রা যাতে আরো স্বচ্ছতা বজায় রেখে ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতাগুলোয় অংশ নিতে পারে সেদিকে সতর্কতা অবলম্বন করতে হবে।’

বাফুফের আপিল কমিটি বিকেএসপির শাস্তি প্রত্যাহার করে নিলেও প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মহাপরিচালক বলেছেন, ‘উক্ত ঘটনায় আমাদের আভ্যন্তরীণ তদন্ত চলমান রয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’