মেয়েদের সাফ আয়োজনে বঙ্গবন্ধু স্টেডিয়াম চায় বাফুফে

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

নতুন বছরে আন্তর্জাতিক আসরের বেশ কিছু টুর্নামেন্টে ভালো করার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবেন সাবিনা খাতুনরা। যার মধ্যে অন্যতম দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। ২০২২ সালের সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডু থেকে সাবিনা-কৃষ্ণারা প্রথমবারের মতো জিতে এসেছিল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) অক্টোবরে নারী সাফের সময় নির্ধারন করলেও ভেন্যুর বেড়াজালে পড়েছেন কর্তারা। এবারের সাফ চ্যাম্পিয়নশিপ কোথায় হবে, তা এখনো ঠিক করেনি সাফ। যদিও আয়োজক হওয়ার আবেদন করেছে বাংলাদেশ, নেপাল ও ভুটান। তবে বাংলাদেশে এবারের সাফ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আয়োজক হলে দেশের কোনো ভেন্যুতে খেলা হবে তা সাফকে জানাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মেয়েদের সাফের ভেন্যু নিয়ে দুশ্চিন্তায়ই রয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। কারণ গত আড়াই বছর ধরে সংস্কারের কাজ চলছে, দেশের প্রধান আন্তর্জাতিক ফুটবল ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচের পর এখানে ঘরোয়া ফুটবলের কোনো খেলা হয়নি। আন্তর্জাতিক ফুটবল শেষবার হয়েছে ওই বছর ২৭ ও ২৯ মার্চ নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজ। অন্যদিকে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ সিনিয়র সাফ করার মতো অবস্থায় নেই। আগেও অনেক বিদেশি খেলোয়াড় এই টার্ফে খেলে ইনজুরিতে পড়েছেন। তাই সাফ এরই মধ্যে এই ভেন্যুর বিষয়ে অনিহার কথা বাফুফেকে জানিয়ে দিয়েছে। মেয়েদের সাফের ভেন্যু হিসেবে সিলেটের কথা ভেবেছিল বাফুফে। কিন্তু সাফের স্পন্সর প্রতিষ্ঠান সেখানেও রাজি নয়। এখন বাফুফের হাতে দুটি পথ, হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, না হয় কিংস অ্যারেনা। মেয়েদের সাফের আয়োজকের বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আয়োজক এখনো নির্ধারন হয়নি। আমাদের মার্কেটিং এজেন্ট ঠিক করবে কোথায় হবে খেলা। বাংলাদেশ, নেপাল ও ভুটান আয়োজক হওয়ার দাবিদার। বাংলাদেশ আয়োজক হতে চাইলেও খেলা কোথায় করবে তা বলতে পারছে না। আমরা সহসাই তিন দেশের কাছে তাদের প্রস্তাবিত ভেন্যুর নাম চাইব। তারপর সিদ্ধান্ত। বাফুফে যদি নির্ধারিত সময়ের মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়াম খেলার উপযোগী করে তোলার ব্যবস্থা করতে পারে তাহলে আয়োজক হতে পারবে। কমলাপুর বা সিলেট হলে হবে না।’ কিছুদিন আগে তো জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছিল। এই ভেন্যুতে কাজের অগ্রগতি সম্পর্কে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিডিয়াকে বলেন, ‘অগ্রগতি খুব একটা হয়নি। আমরা এখন চাইব যাতে ড্রেসিংরুম ও প্রেসবক্স ঠিকঠাক করে দেয়। গ্যালারির পুরোনো চেয়ার সরিয়ে পরিষ্কার করে দিলেই হবে। আর মাঠের চারিদিকে অ্যাথলেটিক ট্র্যাকের কংক্রিট রাবার দিয়ে ঢেকে দিতে হবে। এসব করে দিলেই আমরা এখানে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পারব।’