ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শাস্তির মুখে পাকিস্তানের ‘রহস্যময়’ স্পিনার

শাস্তির মুখে পাকিস্তানের ‘রহস্যময়’ স্পিনার

পাকিস্তানের রহস্যময় স্পিনার আবরার আহমেদ। অস্ট্রেলিয়া সফরে তাক নিয়ে কম প্রত্যাশা ছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। তরুণ এই স্পিনারকে দলে পেতে সবরকমের চেষ্টাই করেছিল দল। কিন্তু তিন ম্যাচের সিরিজে কোনো পর্যায়েই তাকে পাওয়া হয়নি ম্যান ইন গ্রিনদের। টেস্ট সিরিজ শেষে জানা গেল অন্য এক তথ্য। তার বিরুদ্ধে চিকিৎসকের পরামর্শ অবহেলা করার অভিযোগ উঠেছে। ফলে তার পুনর্বাসন আরো দীর্ঘস্থায়ী হচ্ছে। তার সায়াটিকার সমস্যা আরো গুরুতর হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপের আগেও ইনজুরিতে ছিলেন। সেসময় চিকিৎসকের কথামতো চলেননি। যার কারণে অস্ট্রেলিয়া সিরিজের প্রায় পুরোটা সময়ই ভুগতে হয়েছে তরুণ এই লেগস্পিনারকে। আর এই কারণে কড়া শাস্তিও হতে পারে তার। আবরারের এমন খামখেয়ালি আচরণে বেশ ক্ষুব্ধ পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর দলের বিশৃঙ্খল ক্রিকেটারদের নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা। জানা যায়, ভারতের মাটিতে বিশ্বকাপ শুরুর আগে চোট পেয়েছিলেন আবরার। চোট পরীক্ষার পর তাকে নির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছিলেন পিসিবির চিকিৎসকরা। কিন্তু তাদের পরামর্শ মতো চলেননি তরুণ লেগ স্পিনার। এরই প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট দলের কোচ, ফিজিয়ো এবং ট্রেনার তিন পক্ষই পিসিবি চেয়ারম্যানকে আবরারকে নিয়ে একটি রিপোর্ট দিয়েছেন। তাতে স্পষ্টভাবে বলা হয়েছে, আবরার কোনো পরামর্শ শোনেননি। নিজের ইচ্ছা মতো চলেছেন। নির্দেশ মতো চললে হয়তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারতেন। আর সেই রিপোর্টের ভিত্তিতেই আবরারের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন পাক কর্তারা। আবরার চোটে পড়েছিলেন সিরিজ শুরুর আগেই। তবে, অন্তত দ্বিতীয় টেস্ট থেকে খেলতে পারবেন ধরে নিয়ে অস্ট্রেলিয়া সফরের দলে তাকে রাখা হয়েছিল। কিন্তু চোট না সারায় তাকে খেলানো যায়নি। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও নেই তিনি। সিয়াটিকার সমস্যায় ভুগছেন আবরার। পিঠের নিচের অংশ থেকে দুই পায়ে নামা স্নায়ুতে যন্ত্রণা হচ্ছে আবরারের। যথেষ্ট সময় পাওয়ার পরেও তিনি সুস্থ হতে পারেননি। পিসিবির এক কর্তা জানান, ‘আরবারকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে। সেখানে ওর সুস্থ হওয়ার প্রক্রিয়া চলছে। ওর পরিস্থিতির উপর প্রতিদিন নজর রাখা হচ্ছে। আপাতত অ্যাকাডেমিতেই রাখা হবে আবরারকে।’ পাকিস্তানের ক্রিকেট কর্তাদের একাংশ মনে করছেন, দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করেছেন লেগ স্পিনার। তাঁর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় দল। এই ধরনের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা না নেয়া হলে, আগামী দিনে দলে চোট-আঘাতজনিত শৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত