ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘তুরস্কের মেসি’কে নিয়ে কী ভাবছেন আনচেলত্তি

‘তুরস্কের মেসি’কে নিয়ে কী ভাবছেন আনচেলত্তি

বার্সেলোনা ও পিএসজির পর আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এখন ইন্টার মায়ামির জার্সিতে যুক্তরাষ্ট্র মাতাচ্ছেন। ক্যারিয়ারে প্রায় সায়াহ্নে এসে পৌঁছেছেন তিনি। কিন্তু তার জৌলুস এতটুকু কমেনি। গত দুই দশকে লিওনেল মেসি ছাড়াও দেখা মিলেছে আরো অন্তত আধা ডজন ‘মেসি’র। নাহ্?, এখানে মেসি নামের অন্য খেলোয়াড়ের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে তাদের কথা, যারা নিজের নামের সঙ্গে ‘মেসি’ জুড়েছেন মূলত বিশেষণ হিসেবে। ইরানিয়ান মেসি, জার্মান মেসি, স্কটিশ মেসি, জর্জিয়ান মেসি এবং মিসরীয় মেসি এমন মেসির আবির্ভাব ঘটেছে প্রায় নিয়মিত বিরতিতে। দারুণ প্রতিভাবান আর্দা গুলেরকে ৬ মাস আগে দলে টানলেও এতদিন খেলায়নি রিয়াল মাদ্রিদ। মূলত ফিটনেস সমস্যায় ভুগছিলেন দুর্দান্ত ড্রিবলিং দক্ষতার জন্য ‘তুরস্কের মেসি’ নামে পরিচিত এই অ্যাটাকিং মিডফিল্ডার। তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ইউরোপের সফলতম ক্লাবটি। কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, সামনেও গুলেরকে নিয়ে তাড়াহুড়া করতে চান না তারা। তুরস্কের ক্লাব ফেনেরবাচ থেকে ছয় বছরের চুক্তিতে গুলেরকে গত বছরের জুলাইয়ে দলে টানে রিয়াল। দীর্ঘ অপেক্ষার পর গত শনিবার স্প্যানিশ ক্লাবটির হয়ে প্রথমবার মাঠে নামেন ১৮ বছর বয়সি এই ফুটবলার। কোপা দেল রের শেষ বত্রিশের ম্যাচে স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরের দল আরানদিনার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন গুলের। ৩-১ গোলে জয়ের ম্যাচে ৫৯ মিনিট খেলেন তিনি। এই জয়ে প্রতিযোগিতাটির শেষ ষোলোয় জায়গা করে নেয় রিয়াল। রিয়ালের হয়ে অভিষেকে নিজের সামর্থ্যরে ঝলক দেখান গুলের। তার পারফরম্যান্সে মুগ্ধ আনচেলত্তি। দলটিতে যোগ দেয়ার পর কয়েক দফায় চোটে পড়া এই তরুণকে নিয়ে সাবধানে এগোতে চান তিনি। ‘এক ঘণ্টা গুলের খুব ভালো পারফর্ম করেছে। দলের সঙ্গে খেলতে অভ্যস্ত হওয়াটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ধীরে ধীরে সে তার ফিটনেস ও উদ্যম বাড়াবে। তাকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। তবে প্রথমার্ধে সে তার সামর্থ্য দেখিয়েছে। এটা গুরুত্বপূর্ণ যে, সে ফিরে এসেছে।’ ‘তার ব্যক্তিত্ব ও মানসিক দৃঢ়তা আছে, যেটা ভালো দিক। বাঁ পায়ে সে দারুণ মানসম্মত। তবে রিয়াল মাদ্রিদে ভালো করতে হলে মানসিক দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ।’ রিয়ালের পরের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। আগামী বুধবার স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে মুখোমুখি হবে মাদ্রিদের ক্লাব দুটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত