ক্রীড়াঙ্গন থেকে সংসদে যাচ্ছেন যারা

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সব শঙ্কা আর সংশয় উড়িয়ে অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত রোববার সারা দিন ভোটগ্রহণ শেষে রাতেই ঘোষণা হতে থাকে ফলাফল। যে ফল শুনে কেউ খুশি আবার কেউ বেজার। তবে প্রায় সবাই হেসেছেন, যারা ক্রীড়াঙ্গন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে ক্রীড়াবিদদের মধ্যে নির্বাচনে জিতেছেন, তাদের মধ্যে আছেন সাকিব আল হাসান। নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় ফুটবলের দলের সাবেক খেলোয়াড় ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীও জিতেছেন বিপুল ভোটে। এছাড়াও ক্রীড়াঙ্গনের একঝাঁক ব্যক্তিত্ব জয়লাভ করেছেন ভোটে। মাগুরা-১ আসন থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন সাকিব। নড়াইল-২ আসন থেকে পুনরায় ভোটারের আস্থাভাজন হয়েছেন মাশরাফি। এক নজরে দেখে নেয়া যাক সাকিব-মাশরফিসহ ক্রীড়াঙ্গনের যারা প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদে।

সাকিব আল হাসান : মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে ১,৮০,৩৫৭ ভোটের বিপুল ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বিশাল জয়ের পথে সাকিব পেয়েছেন ১,৮৫,৮৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫,৪৭৬ ভোট। মাগুরা-১ আসনের মোট ভোটারের সংখ্যা ৪,০০,৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০০,৮৮২ ও নারী ভোটার ১,৯৯,৬২১ জন।

মাশরাফি বিন মর্তুজা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দ্বাদশ জাতীয় নির্বাচনেও একই আসন থেকে জয়ের ধারা ধরে রেখেছেন তিনি। বেসরকারি ফলাফল, নড়াইল-২ আসনে ১,৮৫,০৬১ ভোটের বিপুল ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত ম্যাশ। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে আসা মাশরাফি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি) প্রতীকে ৪,০৪১ ভোট পেয়েছেন। নড়াইল-২ আসনের মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮১,৯৯০ ও নারী ভোটার ১,৮৩,৭৩৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন।

নাজমুল হাসান পাপন : কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর ও ভৈরব) আসন থেকে নৌকার মাঝি হয়ে আবারও জিতেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বেসরকারি ফলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. রুবেল হোসেনকে ১ লাখ ২২ হাজার ১০৭ ভোটে হারিয়েছেন তিনি। নৌকা প্রতীকে নাজমুল হাসান পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল হোসেন মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৯৮ ভোট। আসনটিতে ১৪২ ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ২৪৪ জন। নাজমুলসহ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ প্রার্থী।

শফিউল আলম চৌধুরী নাদেল : আওয়ামী লীগ থেকে প্রথমবার মনোনয়ন পেয়েছেন বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। মৌলভীবাজার-২ আসন থেকে ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী (ট্রাক) সফি আহমদ সলমান পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট। মৌলভীবাজার-২ আসনের মোট ভোটারের সংখ্যা দুই লাখ ৮৫ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৬,৬৩৬ ও নারী ভোটার ১,৩৮,৮৪০ জন।

সাবের হোসেন চৌধুরী : ঢাকা-৯ আসন থেকে বিজয়ী হয়েছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। নৌকার হয়ে ৯০ হাজার ৩৯৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কাজী আবুল খায়ের পেয়েছেন ২ হাজার ৭৯৪ ভোট। ঢাকা-৯ আসনের মোট ভোটারের সংখ্যা চার লাখ ৪৯ হাজার ৯৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,২৮,৩৩৪ ও নারী ভোটার ২,২১,৫৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচজন।

আ হ ম মোস্তফা কামাল : আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল নৌকার হয়ে জিতেছেন কুমিল্লা-১০ আসনে। পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জোনাকী হুমায়ুন পেয়েছেন পেয়েছেন ৮ হাজার ৫৪৮ ভোট। কুমিল্লা-১০ আসনের মোট ভোটারের সংখ্যা ছয় লাখ ২১ হাজার ৯৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩,১৯,০৪৯ ও নারী ভোটার ৩,০২,৮৮০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন।

আব্দুস সালাম মুর্শেদী : খুলনা-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত হয়ে নির্বাচন করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। নৌকা প্রতীকে ৮৬ হাজার ১৯৪ ভোট পেয়ে হয়েছেন বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কেটলি) মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট। খুলনা-৪ আসনের মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৫৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৭,৩০৪ ও নারী ভোটার ১,৭৭,৮৭৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

কাজী নাবিল আহমেদ : বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ যশোর-৩ থেকে আওয়ামী লীগের হাল ধরছেন। জয়ী হয়েছেন ১ লাখ ২১ হাজার ৭২০ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মহিত কুমার নাথ পেয়েছেন ৬৪ হাজার ৫১১ ভোট। যশোর-৩ আসনের মোট ভোটারের সংখ্যা পাঁচ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৯২,৯৪০ ও নারী ভোটার ২,৮৬,৯৮৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছয়জন।

পাশাপাশি ক্রীড়াঅঙ্গনের আরও কিছু পরিচিত মুখ সংসদ সদস্য হওয়ার কৃতিত্ব গড়েছেন। ফুটবল ও ক্রিকেট ছাড়া দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর সভাপতি সরকার থেকে মনোনীত। যাদের অনেকেই এমপি ও মন্ত্রী। তাদের মধ্যেই অনেকেই পুনরায় নৌকার প্রার্থিতা করে জয়ী হয়েছেন। এছাড়া সাবেক ফুটবলার দেওয়ান সফিউল আরেফিন (টুটুল) স্বতন্ত্র প্রার্থী (মোড়া) হয়ে নির্বাচন করেছেন মানিকগঞ্জ দুই আসনে। তবে জয়ী হতে পারেননি তিনি। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ আসনে নৌকার হয়ে নির্বাচন করেও হেরেছেন।