ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এমপি হয়েই বাইশগজে ফিরলেন সাকিব

এমপি হয়েই বাইশগজে ফিরলেন সাকিব

গেল বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান সাকিব আল হাসান। সেই ম্যাচ শেষে পাওয়া এক্স-রে রিপোর্টে দেখা য়ায় তার আঙুলে চিড় ধরেছে। সেখানেই শেষ হয় টাইগার অধিনায়কের বিশ্বকাপ। তারপর থেকে এখন অবধি মাঠে নামা হয়নি এই অলরাউন্ডারের। তবে ক্রিকেটের বাইশগজে না নামলেও রাজনীতির মাঠে ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিশাল ব্যাবধানে জিতেছেন সাকিব। এবার তার লক্ষ্য ক্রিকেট। সামনেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তাই সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পরদিনই ক্রিকেট মাঠে নেমেছেন সাকিব। গতকাল সোমবার ট্রেনার ডাক্তার ও কোচ নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শুরু করেছেন তিনি।

এ সময় মাঠ কর্মীদের ভালোবাসায় শিক্ত হয়েছেন সাকিব। ফুল দিয়ে সাকিবকে অভিনন্দন জানান মিরপুরের মাঠকর্মীরা। আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএল। এই আসরের জন্য নিজেকে প্রস্তুত করতে এদিন সকালে ঢাকায় ফিরেছেন সাকিব। মূলত অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন তিনি। সাকিবের প্রবেশের আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে। এদিন ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগ দিয়েছেন সাকিব। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেছেন তিনি। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর এবারই প্রথম ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত