মাত্র চার টেস্ট খেলেই ক্যারিয়ারে সমাপ্তি

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

নতুন বছরের শুরুতেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন হাইনরিখ ক্লাসেন। এর পেছনে অবশ্য কোনো কারণ উল্লেখ করেননি ৩২ বছর বয়সি এই ক্রিকেটার। তবে অনুমান করা যাচ্ছে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে নাম কুঁড়াতে চান তিনি। টেস্ট ক্রিকেটে তার ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়। খেলেছেন শুধু চারটি ম্যাচে। সাদা পোশাকে সবশেষ মাঠে নেমেছেন গত বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথমশ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়ার পর ২০১৯ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ক্লাসেনের। কিন্তু পরবর্তী ম্যাচটি খেলতে চার বছর অপেক্ষা করেন তিনি। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একাদশে ফেরার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুটি টেস্ট খেলেন এই উইকেটরক্ষক। এরপর দলে জায়গা হারান কাইল ভেরেইনার কাছে। যদিও দক্ষিণ আফ্রিকা কোচ শুকরি কনরাড জানান, ক্লাসেন তার ভবিষ্যৎ পরিকল্পনায় ভালোমতোই ছিলেন।