‘এটা কিন্তু রাজনীতির মাঠ না’

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটের ২২ গজের মতোই রাজনীতির মাঠেও ছক্কা হাঁকিয়েছেন সাকিব আল হাসান। গত রোববার মধ্যরাত পর্যন্ত মাগুরায় নির্বাচনি আসনে ব্যস্ত ছিলেন প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই অল রাউন্ডার। গতকাল সোমবার সবাইকে চমকে দিয়ে দুপুরে হাজির হলেন চিরচেনা মিরপুরে। সাকিব মিরপুরে আসতেই মাঠকর্মীদের আনাগোণা শুরু হয় তাকে বরণ করে নেয়ার জন্য। সাকিব তখন ইনডোরে ব্যস্ত ফিজিও-ট্রেনার-কোচের সঙ্গে। ঘণ্টাখানেক পর মাঠকর্মীদের সামনে সাকিবকে বরণের মহেন্দ্রক্ষণ আসে। সাকিবও মাঠকর্মীদের ভালোবাসার আবদার গ্রহণে প্রস্তুত ছিলেন। সদ্য নির্বাচিত এই সংসদের গলায় মালা দিয়ে মাঠকর্মীরা স্লোগান দিতে থাকান, ‘সাকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম।’

এ সময় একটি ফুলের তোড়াও সাকিবের হাতে তুলে দেন মাঠকর্মীরা। একপর্যায়ে সাকিব মৃদু স্বরে, মাঠ কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এটা কিন্ত রাজনীতির মাঠ না, ক্রিকেট, আমার আগের জায়গাই আছে।’ কিন্তু কে শোনে কার কথা। এতদিন ক্রিকেটার সাকিবকেই দেখে আসছিলেন মিরপুর শেরে বাংলার মাঠকর্মীরা। এবার পেলেন ক্রিকেটারের পাশাপাশি সংসদ সদস্য সাকিবকে। প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে মাগুরা-২ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন সাকিব। বিশ্বকাপের পর থেকে ছিলেন নির্বাচনি কাজে। চষে বেড়িয়েছেন মাগুরার অলিগলি। জয়ের পরই নেমে পড়লেন ক্রিকেটে ফেরার লড়াইয়ে।